অলকানন্দা নদী
ভারতের একটি অন্যতম নদী গঙ্গার প্রধান জলধারার উৎস।

উৎপত্তি: হিমালয়ের পশ্চিমাঞ্চলে অবস্থিত শত পন্থ হিমবাহ এবং ভাগিরথী খড়ক হিমবাহের সঙ্গমস্থলে অলকানন্দা উৎপন্ন হয়েছে। এই নদীর উৎস-অঞ্চলের উচ্চতা প্রায় ৩,৮৮০ মিটার (১২,৭৩০ ফুট)। উৎস স্থল থেকে নদীটি মানা গ্রামের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে সরস্বতী নদীর সাথে মিলিত হয়েছে। উভয় নদীর মিলিত স্রোত বদ্রিনাথ উপত্যাকার হনুমানচট্টিতে প্রবেশ করেছে। এখানে এই নদীর সাথে মিলিত হয়েছে ঘৃত গঙ্গার সাথে। এরপর নদীটি পাণ্ডুকেশর পর্যন্ত সরু পথ ধরে প্রবাহিত হয়েছে। এরপর এই নদীটি পাঁচটি জলধারার সাথে হয়েছে। এই মিলিত স্থানগুলোকে প্রয়াগ হিসেবে অভিহিত হয়ে থাকে। একত্রে এদের বলা হয় পঞ্চপ্রয়াগ। এগুলো হলো-