উবাইদ সভ্যতা
Ubaid Civiliaztion
প্রাক্-মেসোপটেমিয়ান একটি সভ্যতা।
এই সভ্যতার সময় ধরা হয় খ্রিষ্টপূর্ব ৬৫০০ থেকে ৮০০ অব্দ পর্যন্ত।

প্রাথমিক পর্যায়ে এই অঞ্চলে আগত মানুষ ছোটো বসতি গড়ে তুলেছিল। এই বসতির সন্ধান পাওয়া গেছে বর্তমান ইরাকের দক্ষিণাঞ্চলের 'তেল-এল-ঔয়েইলি' অঞ্চলে।

 ৫৪০০ খ্রিষ্টপূর্বাব্দের ছোটো দুর্বল নগররাষ্ট্র গড়ে উঠেছিল। ৫৪০০ খ্রিষ্টপূর্বাব্দের দিকে এরা এরিডু বা এরিদু নগরীর পত্তন করেছিল  প্রতিষ্ঠা করেছিল। ৪৭০০্রিষ্টপূর্বের ভিতরে এরিদু একটি সমৃদ্ধশালী নগরে পরিণত হয়েছিল। উল্লেখ্য, সুমেরিয়ান পৌরাণিক কাহিনি অনুসারে এই নগরী তৈরি করেছিলেন সুমেরিয়ান জলের দেবতা এনকি। এই নগরীটি ছিল দেবতাদের বাসস্থান।

পরে এই নগরেকন্দ্রিক সভ্যতা বিকাশলাভ করে বর্তমান ইরাকে দক্ষিণাঞ্চলের পারশ্য উপসাগর পর্যন্ত। এই সময় এর উত্তরে ছিল সামার্‌রা সভ্যতা

খ্রিষ্টপূর্ব ৪৮০০ অব্দ পর্যন্ত এই সভ্যতায় মানুষ স্থায়ীভাবে বসবাস করতে থাকে। তখন এদের প্রধান পেশা ছিল কৃষিকাজ। খ্রিষ্টপূর্ব ৪৫০০ অব্দের ভিতরে এরা কৃষিক্ষেত্রগুলোতে উন্নত করে। বিশেষ করে জলসেচের উপযোগী খাল কাটা এবং শস্য সংরক্ষণের ব্যবস্থা সুদৃঢ় করে। এই সময় এই সভ্যতার প্রভাব উত্তরের হালাফ সভ্যতাকে ব্যাপকভাবে প্রভাবিত করেছিল।

খ্রিষ্টপূর্ব ৫৩০০ থেকে ৪৭০০ অব্দের ভিতরে এই সভ্যতা মাটির তৈরি বিভিন্ন সামগ্রী উন্নতর অবস্থায় পৌঁছেছিল। এদের তৈরি পাত্রগুলোর গায়ে অলঙ্কৃত করা হতো ছোটো ছোটো মোটিফ ব্যবহার  করা হতো। নিচে এরূপ কিছু মাটির পাত্রের নমুনা দেখানো হলো।


সূত্র: