এরিডু/এরিদু
Eridu

প্রাচীন দক্ষিণ মেসোপটেমিয়া'র একটি নগরী। এটি প্রাচীন অপর নগরীটি ছিল উর থেকে ১২ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম দিকে। মেসোপটেমিয়া'র কালানুক্রমিক সভ্যতার বিচারে একে সুমেরিয়ান সভ্যতার অংশ হিসেবে বিবেচনা করা হয়।

মূলত প্রাক্-মেসোপটেমিয়ান
উবাইদ (Ubaid) সভ্যতার আমলের ৫৪০০ খ্রিষ্টপূর্বাব্দের দিকে এরিডু নগরী গড়ে উঠেছিল। সুমেরিয়ান পৌরাণিক কাহিনি অনুসারে এই নগরী তৈরি করেছিলেন সুমেরিয়ান জলের দেবতা এনকি। এই নগরীটি ছিল দেবতাদের বাসস্থান।

প্রথাগত ইতিহাসের বিচারে এই নগরীর রাজাকে মানব চরিত্র হিসেবে বিচার করা যায় না। এই নগরীর রাজার পরিচয় পাওয়া যায় সুমেরিয়ান পৌরাণিক চরিত্র হিসেবে। এই নগরীর রাজার নাম ছিল
আলিলুম। তিনি ২৮৮০০ বৎসর রাজত্ব করেছিলেন। এবং অপর রাজা আলাঙ্গার রাজত্ব করেছিলেন ৩৬০০ বৎসর। এই দুই রাজার মোট রাজত্বকাল ছিল ৬৪৮০০ বৎসর। আলুলিম ছিলেন অর্ধেক মানুষ ও অর্ধেক মাছ।

সূত্র: