আলুলিম
Alulim

প্রাচীন দক্ষিণ মেসোপটেমিয়া'র এরিডু  নগরী'র রাজা। সুমেরিয়ান রাজাদের তালিকায় এই রাজার নাম পাওয়া যায়।
তবে প্রথাগত ইতিহাসের বিচারে এই নগরীর রাজাকে মানব চরিত্র হিসেবে বিচার করা যায় না। সুমেরিয়ান পৌরাণিক কাহিনি অনুসারে, আলুলিম ছিলেন অর্ধেক মানুষ ও অর্ধেক মাছ।

মূলত প্রাক্-মেসোপটেমিয়ান
উবাইদ (Ubaid) সভ্যতার আমলের ৫৪০০ খ্রিষ্টপূর্বাব্দের দিকে এরিডু নগরী গড়ে উঠেছিল। সুমেরিয়ান পৌরাণিক কাহিনি অনুসারে এই নগরী তৈরি করেছিলেন সুমেরিয়ান জলের দেবতা এনকি। এই নগরীটি ছিল দেবতাদের বাসস্থান। আর দেবতারা এই নগরীর শাসনের ক্ষমতা দিয়েছিলেন আলুলিমকে।

সুমেরীয় রাজার তালিকা অনুসারে, আলুলিম ২৮,০০০ রাজত্ব করেছিলেন। এতবছর রাজত্ব করার কথা উল্লেখ থাকানৃবিজ্ঞানীর মনে করেন- আলুলিম ছিলেন কাল্পনিক রাজা। কিম্বা রাজাদের সাধারণ পরিচিতিমূলক উপাধি।
সূত্র :