এনকি
Enki
প্রাচীন দক্ষিণ মেসোপটেমিয়া সভ্যতার প্রথম অধ্যায়ের সুমেরিয়ান সভ্যতার দেবতা।  সুমেরিয়ান এন (En) শব্দের অর্থ দেবতা বা প্রভু এবং কি (ki) শব্দের অর্থ পৃথিবী বা ভূমি। এই বিচারে এনকি-এর আক্ষরিক অর্থ দাঁড়া 'পৃথিবীর দেবতা'। আক্কাদিয়ানর সুমের অঞ্চল দখল করে নেওয়ার পর এই দেবতার নাম দেওয়া হয়েছিল এয়া  (Ea)। আক্কাদিয়ানদের পরে এই অঞ্চল শাসিত হয়েছিল ব্যাবিলনদের দ্বারা। তখন এই দেবতার নামকরণ করা হয়েছিল নুদিম্মুদ।

সুমেরিয়ান পৌরাণিক কাহিনি অনুসারে, এনকি ছিলেন জল, জ্ঞান, কারুশিল্প এবং সৃষ্টির দেবতা। এর প্রতীক ছিল মৎস এবং ছাগল। অনেক সময় এই দেবতাকে ভাবলিপিতে '৪০' সংখ্যা দ্বারা প্রকাশ করা হতো। এই সংখ্যাটি ছিল এই দেবতার জন্য ব্যবহৃত গুপ্ত সংখ্যা। সুমেরিয়ান পৌরাণিক কাহিনিতে এনকিকে  বুধ গ্রহের দেবতা হিসেবে মান্য করা হতো।

সুমেরিয়ান এবং আক্কাদিয়ান পৌরাণিক কাহিনি মতে- এনকির পিতা ছিলেন আকাশের দেবতা আনু। মা ছিলেন 
আদি জলের দেবী নাম্মু'

ধারণা করা হয়, প্রাক্-মেসোপটেমিয়ান
উবাইদ (Ubaid) সভ্যতার আমলের ৫৪০০ খ্রিষ্টপূর্বাব্দের দিকে  এরিড নগরী গড়ে উঠেছিল। সুমেরিয়ান পৌরাণিক কাহিনি অনুসারে এই নগরী তৈরি করেছিলেন এনকি।

শুরুর দিকে জলের দেবী হিসেবে  নাম্মু' প্রভাব থাকলেও এনকি গুরুত্বপূর্ণ দেবতা হিসেবে স্বীকৃতি পায়। নাম্মু
বায়ু, ভূমি ও ঝড়ের দেবতা এনলিলকে মানুষ তৈরির করা জন্য অনুরোধ করেছিলেন। সে সময় তিনি জলের দেবতা হিসেবে, এনকি'র সাহায্য নিতে অনুরোধ করেছিলেন।

খ্রিষ্ঠপূর্ব ২৬০০ অব্দ পর্যন্ত এই দেবতা এনকি নামে পরিচিত ছিল। এরপর আক্কাদিয়ানরা সুমের অঞ্চল দখল করে নেওয়ার পর এই দেবতার নামকরণ করা হয় এয়া।

এনকি সম্পর্কে জানা যায়- 'এরিডু আদি পুস্তক' নামক প্রস্তরলিখনে। এই পৌরাণিক কাহিনিতে থেকে যে জানা যায়, তা হলো- দেবতারা মানবগোষ্ঠীকে বিলুপ্ত করার সিদ্ধান্ত নিলে। জলের দেবতা এনকি শুরুপ্পাক নগরীর শাসক জিয়ুসুদ্রাকে আসন্ন মহাপ্লাবন থেকে মানবগোষ্ঠী এবং তাদের গবাদি পশুকে রক্ষা করার জন্য একটি বিরাট জাহাজ তৈরির নির্দেশ দিয়েছিলেন।  জিয়ুসুদ্রা' যথা সময়ে জাহাজ তৈরি করে, নিজের আত্মীয়-পরিজন ও অন্যান্য স্থলচর পশু এবং পাখিদের নিয়ে এই জাহাজে আশ্রয় নেন। এর ফলে মহাপ্লাবন থেকে জীবকুল রক্ষা পেয়েছিল।


সূত্র :
http://www.pantheon.org/articles/t/tiamat.html
http://dragons.wikia.com/wiki/Tiamat_