উরুক

সুমেরিয়ান সভ্যতার প্রাচীন নগরী। এই নগরীটির পত্তন করেছিলেন রাজা এমমের্কার। এই সময় থেকে শুরু হয়েছিল- উরুক-যুগ। খ্রিষ্টপূর্ব ৪০০০-৩১০০ অব্দের দিকে ইউফ্রেটিস নদীর পূর্ব-প্রান্তে উরুক নগরী গড়ে উঠেছিল। এটি প্রাচীন নিপ্পুর নগরী থেকে  দক্ষিণপূর্ব দিকের ১০৮ কিলোমিটার এবং উর নগরী থেকে ৯৩ কিলোমিটার উত্তরপশ্চিমে উরুক নগরীটি ছিল। ধারণা করা হয় এই নগরীতে ৮০ থেকে ৯০ হাজার লোক বাস করতো।

এর বর্তমান নাম ওয়ার্কা। বর্তমানে
ইউফ্রেটিস নদীর এই অংশ জলহীন শুকনো নালার অবস্থায় পাওয়া যায়। এটি বর্তমান ইরাকের লার্সা নগরী থেকে ২৪ কিলোমিটার দক্ষিণপূর্ব এবং সামওয়াহ থেকে ৩০ কিলোমিটার দূরে অবস্থিত। খ্রিষ্ট-পূর্ব ৪০০০-৩২০০ খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে ইউফ্রেটিস নদীর পূর্ব-প্রান্তে মানুষ স্থায়ীভাবে বসতি গড়ে তুলেছিল। প্রথম দিকে এখানকার অধিবাসীরা পশুপালন করতো। ফলে, এদের অনেকেই যাযাবর জীবনযাপন করতো। এদের কিছু মানুষ ইউফ্রেটিস নদীর তীরবর্তী উর্বর প্রান্তের কৃষিকাজ শুরু করে। এই সূত্রে এখানে স্থায়ীভাবে মানুষ বসতি স্থাপন করায় আগ্রহী হয়ে উঠে। কালক্রমে এখানে গড়ে উঠতে থাকে কৃষি-পল্লী।

প্রথম দিকে এই অঞ্চলে ছোটো গ্রামগুলো দলপতি দ্বারা নিয়ন্ত্রিত হতো। ক্রমান্বয়ে গ্রামের সংখ্যা এবং সেই সাথে জনসংখ্যা বৃদ্ধির কারণে ক্ষুদ্র দলপতিদের ভিতর থেকে উদ্ভব হয়েছিল জমিদার। খ্রিষ্টপূর্ব ৩২০০ অব্দের দিকে এই অঞ্চলে বিশাল আকারের জনবসতি গড়ে উঠেছিল। ফলে এখানে বিশাল কৃষিক্ষেত্র গড়ে উঠেছিল। পরে এই অঞ্চলের শাসন ক্ষমতা গ্রহণ করেছিল 'মেশ-কি-আনং-গাশের'। পরে মেশ-কি-আনং-গাশের'-এর পুত্র এনমের্কার এখানে নগর পত্তন করেন। কালক্রমে এই নগরীটি হয়েছিল সুমেরীয় সভ্যতার প্রধান নগরী।