আরাকান পর্বতমালা
অন্যনাম: রাখাইন ইয়োমা
Arakan Mountains, Rakhine Yoma

মিয়ানমারের পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত পর্বতমালা।  এর স্থানাঙ্ক ২১°২৫'৪৬.৩৬'' উত্তর ৯৩°৪৯'১০.৭৫'' পূর্ব।

উত্তর থেকে দক্ষিণ বরাবর প্রসারিত এই পর্বতমালা মিয়ানমারের মূলভূখণ্ড থেকে রাকান রাজ্যকে পৃথক করে রেখেছে। দক্ষিণ মিয়ানমারের নেগ্রাইস অন্তরীপ থেকে এই পর্বতমালা শুরু হয়ে উত্তর দিকে প্রায় ৯৫০ কিলোমিটার প্রসারিত হয়ে,
ভভারতের মণিপুরী রাজ্য পর্যন্ত পৌঁছেছে। এই পর্বতমালার ভিতরে উল্লেখযোগ্য পর্বতগুলো হলো- নাগা, চীন, লুশাই এবং পটকাই পাহাড়।

এই পর্বতমালার গড় উচ্চতা ৯১৫ থেকে ১৫২৫ মিটার। এর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট ভিক্টোরিয়া বা খোনু ম্সুং। এর উচ্চতা ৩,০৫৩ মিটার। এটি পশ্চিম বার্মার চীন প্রদেশে অবস্থিত।

ভারতীয় পাত এবং ইউরেশিয়ান পাতের সংঘর্ষের ফলে এই পর্বতমালার সৃষ্টি হয়েছিল।
এই পর্বতমালা স্ফটিকার শিলা এবং স্তরীভূত পলল শিলার সমন্বয়ে সৃষ্টি হয়েছে। এই পর্বতমালা মূলত চিরসবুজ বৃক্ষ, লতাপাতা এবং অসংখ্য বাঁশ জাতীয় উদ্ভিদে ঢাকা। এর পূর্ব ঢালে প্রচুর সেগুন গাছ জন্মে। এর
উপকূলীয় অঞ্চলে বছরে প্রায় ৫,১০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়, কিন্তু পূর্বের ঢালে ১০২০ মিলিমিটারেরও কম বৃষ্টিপাত হয়। এই পাহাড় এবং এর উপত্যাকা অঞ্চলে ভাল্লুক, হাতি, চিতা এবং বাঘ দেখা যায়।


সূত্র: