আফ্রিকান পাত
African Plate

ভূবিজ্ঞানে পৃথিবীর ভূত্বকেরযে বৃহৎ অংশ, আফ্রিকা মহাদেশ, আট্‌লান্টিক মহাসাগরের অংশবিশেষ এবং ভারত মহাসাগরের কিছু অংশকে আচ্ছাদিত করে আছে, তা আফ্রিকান পাত হিসেবে অভিহিত হয়ে থাকে। নামটি গ্রহণ করা হয়েছে, আফ্রিকা মহাদেশের নামানুসারে। এর আয়তন প্রায় ১০ কোটি বর্গকিলোমিটার আয়তনের।

অবস্থান: এর উত্তরে এটি ইউরেশিয়ান পাত, দক্ষিণে অ্যান্টার্কটিক পাত পূর্বে সোমালিয়ান পাত পশ্চিমে দক্ষিণ আমেরিকান পাত।

চলাচল: এই পাতটি বছরে প্রায় ১-২ সেন্টিমিটার গতিতে উত্তর-পূর্ব দিকে চলছে। এর ফলে আফ্রিকার পূর্বাঞ্চলে রিফট ভ্যালি তৈরি হচ্ছে, যা ভবিষ্যতে একটি নতুন মহাসাগরীয় অংশ সৃষ্টি করতে পারে।

প্রভাব এবং গুরুত্ব