পর্বত
ইংরেজি:
Mountain
সাধারণত ১০০০ মিটারের বেশি উঁচু এবং ভূভাগের অনেকটা অংশ জুড়ে বিস্তৃত শিলাময়
ভূ-ভাগকে পর্বত বলে । প্লেটের পর্বতের মাথায় থাকে একাধিক চূড়া বা শৃঙ্গ । অধিকাংশ
গ্রহ বা উপগ্রহে পর্বত রয়েছে।
পৃথিবীর পর্বতগুলো সৃষ্টি হয়েছে, প্লেট সঞ্চালনের সূত্রে। তবে সকল পর্বত একই
ভাবে সৃষ্টি হয় নাই। সৃষ্টির প্রকরণের বিচারে পর্বতকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে।
এই ভাগগুলো হলো
ভঙ্গিল পর্বত বা ভাঁজ পর্বত
(Fold Mountain):
ভূ-ত্বকের শিলা স্তরে স্তরে সজ্জিত থাকে। এই শিলাস্তরে ভাঁজ পড়ে যে পর্বত
গঠিত হয় তাকে ভঙ্গিল বা ভাঁজ পর্বত বলে। এই জাতীয় পর্বতের ভিতরে রয়েছে- ভারতের
হিমালয়, ইউরোপের আল্পস ও জুরা, আফ্রিকার আটলাস, উত্তর আমেরিকার রকি, দক্ষিণ
আমেরিকার আন্দিজ। [বিস্তারিত :
ভঙ্গিল
পর্বত।
স্তূপ পর্বত
(Block Mountain):
বড় ধরনের ভূ-কম্পনের ফলে অনেক সময় শিলাস্তরে ফাটল ধরে। ভূগর্ভের অভ্যন্তরীণ
চাপে এই সকল ফাটলে ফাটলে শিলাস্তর খণ্ডে খণ্ডে স্তূপে পরিণত হয়ে যায়। সমান্তরাল দুই ফাটলের
মধ্যবর্তী খণ্ডিত ভূমি অনেক সময় নিচের চাপে উপরে উঠে আসে। বৃহদাকারে উত্থিত
স্তূপই পর্বতের আকার
ধারণ করে। এইভাবে সৃষ্ট পর্বতকে বলা হয় স্তুপ পর্বত। [বিস্তারিত :
স্তূপ
পর্বত]
আগ্নেয়
(Volcano) বা সঞ্চয়জাত
পর্বত (Mountain of Accumulaion):
ভূগর্ভের উত্তপ্ত গলিত তরল শিলা বা ম্যাগমা
ভূস্তরের ফাটল দিয়ে লাভারূপে বাইরে বেরিয়ে এসে শীতল ও কঠিন হয়ে যে গম্বুজাকৃতি
পর্বতের সৃষ্টি হয় তাকে সঞ্চয়জাত পর্বত বা আগ্নেয়
পর্বত বলে। [বিস্তারিত :
আগ্নেয় পর্বত]
ক্ষয়জাত পর্বত
(Relict or Erosional or
Residual Mountain)
প্রাকৃতিক শক্তির প্রভাবে ও ক্ষয়কাজের ফলে
বিস্তির্ণ উচ্চভূমি ক্ষয়প্রাপ্ত হয়ে যে পর্বতের সৃষ্টি হয় তাকে ক্ষয়জাত পর্বত
বলে। [বিস্তারিত : ক্ষয়জাত পর্বত]
♦ ক্ষয়জাত পর্বতের উৎপত্তি:- ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত ও আগ্নেয় পর্বত
ক্ষয়প্রাপ্ত হয়ে যে পর্বতের সৃষ্টি হয় তাকে ক্ষয়জাত পর্বত [Relict Mountain]
বলে । ভূপৃষ্ঠের উপরিভাগ বৃষ্টি, নদী, বায়ু, হিমবাহ প্রভৃতি কাজের ফলে
প্রতিনিয়ত ক্ষয়প্রাপ্ত হচ্ছে । এইভাবে, অনেক সময় শক্ত শিলায় গড়া জায়গা কম ক্ষয়
পেয়ে আশেপাশে বেশি ক্ষয়ে যাওয়া নরম শিলায় গঠিত জায়গা থেকে আলাদা হয়ে উঁচুতে
থেকে যায়, এইভাবে ক্ষয়জাত পর্বত [Relict Mountain] সৃষ্টি হয়। ভূপৃষ্ঠের কোনো
স্থানের কম ক্ষয় প্রাপ্ত হওয়া অবশিষ্ট অংশ পর্বতে পরিণত হয় বলে ক্ষয়জাত পর্বতকে
অবশিষ্ট পর্বতও [Residual Mountain] বলা হয়।
♦ উদাহরণ:- (১) ভারতের আরাবল্লী, (২) পূর্বঘাট পর্বত (৩) স্পেনের সিয়েরা নেভাদা
(৪) নরওয়ের ও সুইডেনের পর্বতশ্রেণি, (৫) নীলগিরি, রাজমহল প্রভৃতি পর্বতগুলি
ক্ষয়জাত পর্বতের উদাহরণ । আরাবল্লী পৃথিবীর এক অতি প্রাচীন পর্বতমালা ।