পর্বত
ইংরেজি:
Mountain

সাধারণত ১০০০ মিটারের বেশি উঁচু এবং ভূভাগের অনেকটা অংশ জুড়ে বিস্তৃত শিলাময় ভূ-ভাগকে পর্বত বলে । প্লেটের পর্বতের মাথায় থাকে একাধিক চূড়া বা শৃঙ্গ । অধিকাংশ গ্রহ বা উপগ্রহে পর্বত রয়েছে।

পৃথিবীর পর্বতগুলো সৃষ্টি হয়েছে, প্লেট সঞ্চালনের  সূত্রে। তবে সকল পর্বত একই ভাবে সৃষ্টি হয় নাই। সৃষ্টির প্রকরণের বিচারে পর্বতকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। এই ভাগগুলো হলো