রূপান্তরিত শিলা
ইংরেজি: Metamorphic Rocks

রূপান্তর প্রক্রিয়ায় (তাপ ও চাপ বা রাসায়নিক  প্রক্রিয়া) আগ্নেয় শিলা পাললিক শিলা রূপান্তরিত হয়ে যে শিলা গঠিত হয়, তাকে রূপান্তরিত শিলা বলে। এরূপ পরিবর্তনের ফলে আগ্নেয় বা পাললিক শিলা আগের চেয়ে বেশি কঠিন ও কেলাসিত হয়।

 

রূপান্তরিত শিলা তৈরিতে কয়েকটি প্রক্রিয়া প্রাকৃতিকভাবে কাজ করে। যেমন

রূপান্তরিত শিলার আদি উপকরণের উপর নির্ভর করে রূপান্তরিত শিলাকে দুই ভাগে ভাগ করা যায়। এই ভাগ দুটি হলো


সূত্র: