রূপান্তরিত শিলা
ইংরেজি:
Metamorphic Rocks
রূপান্তর
প্রক্রিয়ায় (তাপ ও চাপ বা রাসায়নিক প্রক্রিয়া)
আগ্নেয় শিলা ও
পাললিক শিলা রূপান্তরিত হয়ে যে শিলা গঠিত হয়, তাকে রূপান্তরিত শিলা বলে। এরূপ পরিবর্তনের ফলে আগ্নেয় বা পাললিক শিলা
আগের চেয়ে বেশি কঠিন ও কেলাসিত হয়।
রূপান্তরিত শিলা তৈরিতে কয়েকটি প্রক্রিয়া প্রাকৃতিকভাবে কাজ করে। যেমন−
তাপ রূপান্তর: ভূ-গর্ভের প্রচণ্ড উত্তাপে আগ্নেয়শিলা ও পাললিক শিলায় পরিবর্তন ঘটে এবং রূপান্তর তৈরি হয়। এই প্রক্রিয়ায় শিলা রূপান্তরের জন্য দীর্ঘ সময়ের প্রয়োজন হয়। যেমন- চুনাপাথর তাপের মাধ্যমে মার্বেলে রূপান্তর হয়।
যান্ত্রিক রূপান্তর: ভূ-অভ্যন্তরের ভাঁজ ও চ্যুতিবিশিষ্ট অঞ্চলে প্রচণ্ড চাপের প্রভাবে আদি শিলাসমূহ রূপান্তর হয়। এভাবে শিলা রূপান্তরের জন্য দীর্ঘ সময় প্রয়োজন।
উষ্ণজলীয় রূপান্তর: ভূ-পৃষ্ঠের কিছু নিচে উত্তপ্ত ম্যাগমা ও গ্যাসের তাপে শিলার রূপান্তর হলে তাকে উষ্ণজলীয় রূপান্তর বলে।
তাপ-যান্ত্রিক রূপান্তর : ভূ-গর্ভের তাপ ও ভূত্বকের চাপ উভয়ের প্রভাবে শিলায় রূপান্তর সাধিত হলে তাকে তাপ-যান্ত্রিক রূপান্তর বলে।
স্পর্শ রূপান্তর: উত্তপ্ত গলিত লাভা কোনো শিলাস্তরের মধ্যে প্রবেশ করলে এর সংস্পর্শে পার্শ্ববর্তী যাবতীয় শিলা গলে যায়। শীতল হওয়ার পর এ শিলার আগের বৈশিষ্ট্যগুলো অনেকাংশে লোপ পায়। এরূপ রূপান্তরকে স্পর্শ রূপান্তর বলে।
আঞ্চলিক রূপান্তর: বিভিন্ন নৈসর্গিক উপায়ে কোনো বিস্তীর্ণ অঞ্চলের শিলারাশি কেবল চাপের প্রভাবে রূপান্তরিত হলে তাকে আঞ্চলিক রূপান্তর বলে।
স্থানীয় রূপান্তর: স্পর্শ রূপান্তর প্রক্রিয়ায় স্বল্প পরিসর স্থানের শিলারাশিতে রূপান্তর সাধিত হলে তাকে স্থানীয় রূপান্তর বলে।
রূপান্তরিত শিলার আদি উপকরণের উপর নির্ভর করে রূপান্তরিত শিলাকে দুই ভাগে ভাগ করা যায়। এই ভাগ দুটি হলো−
আগ্নেয় রূপান্তরিত শিলা: আগ্নেয়শিলা প্রচণ্ড তাপ ও চাপ উভয়ের প্রভাবে পরিবর্তিত হলে তাকে আগ্নেয় রূপান্তরিত শিলা বলে। এই প্রক্রিয়ায় গ্রানাইট আগ্নেয়শিলা পরিবর্তিত হয়ে নিস এবং অগাইট পরিবর্তিত হয়ে হর্নব্লেন্ডে পরিণত হয়।
পাললিক রূপান্তরিত শিলা: অধিক চাপ ও তাপের প্রভাবে বা উভয় শক্তির প্রভাবে পাললিক শিলা পরিবর্তিত হয়ে যে রূপান্তরিত শিলা গঠন করে তাকে পাললিক রূপান্তরিত শিলা বলে। মূল উপাদানের ওপর ভিত্তি করে পাললিক রূপান্তরিত শিলাগুলোকে চার ভাগে ভাগ করা যায়। এই ভাগগুলো হলো−
চুনাময় (Calcareous) : চুনাবিশিষ্ট পাললিক শিলা পরিবর্তিত হয়ে যে রূপান্তরিত শিলায় পরিণত হয় তাকে চুনাময় রূপান্তরিত শিলা বলে।