রূপান্তর
Metamorphism

ভূবিদ্যায় শিলার রূপান্তরের প্রক্রিয়া বিশেষ। এই প্রক্রিয়ায় তাপ, চাপ এবং শিলার রাসায়নিক সক্রিয়তার কারণে, শিলার পরিবর্তন সাধিত হয়। আর এই প্রক্রিয়ায় সৃষ্ট শিলাকে রূপান্তরিত শিলা বলা হয়।

মূলত
হেডিন কালে  (৪৬০ থেকে ৪০০ কোটি খ্রিষ্টপূর্বাব্দ) যখন তরল পৃথিবী কঠিন ভূত্বকের পৃথিবীতে পরিণত হচ্ছিল, সেই সময় পৃথিবীর উপরিভাগে আদি শিলার জন্ম হয়েছিল। ৪৫০-৪৪০ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে পৃথিবীর উপরিতলের তাপমাত্রা ছিল প্রায় ৬১০০ ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থায় তরল পৃথিবীর নানা পদার্থের ক্রিয়া-প্রতিক্রয়ায় সৃষ্টি হয়েছিল, নানা ধরনের রাসায়নিক পদার্থ। পরবর্তী সময়ে এ সকল পদার্থ খনিজ ও রূপান্তরিত শিলা গঠনে বিশেষ ভূমিকা রেখেছিল। এরূপ একটি খনিজ পদার্থ জিরকন (Zircon, ZrSiO4)। মধ্য অস্ট্রেলিয়ার জ্যাক হিলে প্রাপ্ত জিরকনের বয়স ধরা হয়েছে ৪৩৯ কোটি পূর্বাব্দ।

৪১০ থেকে ৪০০ কোটি বৎসরের ভিতরে রূপান্তরের দ্বারা সৃষ্ট পদার্থ পৃথিবীর উপরিতলকে আবৃত করে ফেলেছিল। এরপর এই আবরণভেদ করে ভূগর্ভস্থ লাভা বেরিয়ে এসে আগ্নেয়গিরির সৃষ্টি হয়েছিল। সেগালের ফুটন্ত ম্যাগমাই উত্তপ্ত কঠিন ভূখণ্ডের নিচের দিকে জমাটবেধে আদিম আগ্নেয় শিলা (Igneous rock) তৈরি করেছিল। এই কারণে এই শিলাকে বলা হয় পৃথিবীর আদিম শিলা। মূলত আদিম পৃথিবীর উপরি তলের কঠিন আবরণের ভিত্তি তৈরি হয়েছিল এই  আগ্নেয় শিলা দিয়ে।

আগ্নেয় শিলার রাসায়নিক এবং ভৌত পরিবর্তনের ফলে ধীরে ধীরে তা  রূপান্তরিত শিলা (Metamorphic rock) পরিণত হয়েছিল। ধারণা করা হয় রূপান্তরিত শিলা তৈরি ঘটনা ঘটেছিল ১৫০০ বার উচ্চ চাপে এবং ১৫০ থেকে ২০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। আগ্নেয়শিলা এবং রূপান্তরিত শিলার সমন্বয়ে ৪০০ কোটি খ্রিষ্ট-পূর্বাব্দে পৃথিবীর উপরিভাগ ঢাকা পড়ে গিয়েছিল।


সূত্র: