পাললিক শিলা
ঊর্ধ্বক্রমবাচকতা  {| শিলা | স্পর্শনীয় বস্তু  | বস্তু | দৈহিক সত্তা | সত্তা |}
ইংরেজি:
Sedimentary Rock


ভূ-পৃষ্ঠে বিভিন্ন ধরনের যান্ত্রিক ও রাসায়নিক বিচূর্ণীভবন প্রক্রিয়া কাজ করে। এসব প্রক্রিয়ায় কার্যকরণের ফলে ভূ-পৃষ্ঠে বহিরাবরণ ক্ষয়প্রাপ্ত হয়। এ ক্ষয়িত পদার্থসমূহ-ই পলি নামে পরিচিত। আর এই পলি সঞ্চিত হয়ে যে শিলা গঠিত হয়, তাকে পাললিক শিলা বলা হয়। এই শিলা ভূ-ত্বকের মোট আয়তনের শতকরা ৫ ভাগ দখল করে আছে। তবে মহাদেশীয় ভূত্বকের উন্মুক্ত অংশের প্রায় ৭৫ ভাগই পাললিক শিলায় গঠিত।
 

পাললিক শিলা তিনটি প্রক্রিয়া গঠিত হয়। ‌এই প্রক্রিয়া তিনটি হলো

সামগ্রিকভাবে দেখা যায় নুড়ি পাথর, বেলে পাথর, কর্দম প্রভৃতি পাললিক শিলার পাশাপাশি সমুদ্র নদী বা হ্রদের তলদেশে সঞ্চিত পলি দীর্ঘকাল ধরে জমাট বেঁধেও পাললিক শিলা গঠন করে। জলাশয়ের তলদেশে পলি সাধারণত স্তরে স্তরে সঞ্চিত হয়ে, তলদেশের ভূমিতলকে উন্নীত করে। এর ফলে নদী, সাগর বা কোনো জলাশয়ের ভিতরে বালু, কাদামটি জমে চরা জেগে উঠে। স্তরে স্তরে সঞ্চিত হওয়ার কারণে এই শিলা বিশ্লেষণ করে ভূমি তৈরির কাল নিরূপণ করা সম্ভব হয়। অনেক শিলার নিজে চাপা পড়া জীবদেহ জীবাশ্মে পরিণত হয়।