শিলা
বানান বিশ্লেষণ:
শ্+ই+ল্+আ।
উচ্চারণ: ʃi.la
[শি.লা]
পদ:
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {| স্পর্শনীয় বস্তু | বস্তু | দৈহিক সত্তা | সত্তা |}
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
√শিল্
(প্রস্তর অর্থে)+
অ (ক)+
আ (টাপ্)
ইংরেজি: rock, stone।
সাধারণভাবে শিলা বলতে বুঝায়
প্রাকৃতিক কঠিন বস্তুকে। ভূতত্ত্বের বিচারে–
পৃথিবীর বহিরাংশ (ভূত্বক) পাওয়া যায় এমন প্রাকৃতিক ও অজৈব কঠিন উপাদানগুলোর সাধারণ
নাম শিলা। এই বিচারে শিলা কঠিন বস্তু হতে পারে, আবার আলগা মাটি, কাদা মাটিও হতে
পারে। এমনকি বরফাস্থাদিত ভূভাগের বরফকেও শিলা হিসাবে বিবেচনা করা হয়।
সাধারণত
বিভিন্ন খনিজ পদার্থই শিলার অন্যতম উপাদান। কয়লা বা অবসিডিয়ান জাতীয় কিছু শিলায় খনিজ
পদার্থ থাকে না।