শিল্ সংস্কৃত ক্রিয়ামূল। এর বিশিষ্ট কোনো ভাবার্থ নেই। প্রত্যয়যুক্ত হয়ে বিভিন্না ভাবার্থের শব্দ তৈরি করে। যেমন-
√শিল্ (প্রস্তর অর্থে)+ অ (ক)+ আ (টাপ্) =শিলা
√শিল্ (শষ্যাংশ অর্থে)+ অ (ঘঞার্থে ক)=শিল (শস্যক্ষেত্র থেকে শস্য সংগ্রহের পর অবশিষ্ট যা থাকে)