অঙ্কুশি
সংস্কৃত ক্রিয়ামূল। 

এটি নামধাতু।
অঙ্কুশ শব্দ থেকে এই ক্রিয়ামূল সৃষ্টি হয়েছ। এর সাথে ই প্রত্যয় যুক্ত হয়ে অঙ্কুশি ক্রিয়ামূল সৃষ্টি হয়েছে।
           {
অঙ্ক্  (গতি) + উশ্ কর্তৃবাচ্য} +ই=অঙ্কুশি>অঙ্কুশ।

এর ভাবগত অর্থ হলো- অঙ্কুশ দ্বারা আঘাত।
এই ক্রিয়ামূলের সাথে যে সকল প্রত্যয় যুক্ত হয়ে নতুন পদ তৈরি করে, তার তালিকা দেওয়া হলো।

                           অঙ্কুশি (অঙ্কুশ দ্বারা আঘাত) +ত (ক্ত)= অঙ্কুশিত