চিৎ

সংস্কৃত ক্রিয়ামূল। এর ভাবগত অর্থ হলো– বোধ হওয়া। এই ক্রিয়ামূলের সাথে যে সকল প্রত্যয় যুক্ত হয়ে নতুন পদ তৈরি হয়, তার ভিতরে যে সকল শব্দ বাংলা ভাষায় ব্যবহৃত হয়– তার তালিকা দেওয়া হলো।

চিৎ (বোধ হওয়া) +অন্ (ল্যুট)=চেতন

চিৎ (বোধ হওয়া)+ক্বিপ্ (০)  

চিৎ (বোধ হওয়া) +ত (ক্ত)=চিত্ত

এই ক্রিয়ামূল থেকে উৎপন্ন নিজন্ত ধাতু Öচেতি ও  অন্যান্য সাধিত ধাতুগুলো হলো- Öচিয়া, Öচেত, Öচেতি, Öচেয়া দেখুন : চিয়া, চেত, চেতি, চেয়া