গৈ
সংস্কৃত ক্রিয়ামূল।
এর ভাবগত অর্থ হলো- গান করা।
এই ক্রিয়ামূলের সাথে বিভিন্ন প্রত্যয় যুক্ত হয়ে বিভিন্ন পদ তৈরি হয়ে থাকে
এবং তাদের ভিতর যে সকল পদ বাংলাতে ব্যবহৃত হয়, তাদের তালিকা দেওয়া হলো।
যেমন―
Öগৈ (গান করা) +অন্ (ল্যুট)=গান
Öগৈ (গান করা) + ত (ক্ত) =গীত
Öগৈ (গান করা) +অক (ণ্বুল) =গায়ক