পদ্
সংস্কৃত ক্রিয়ামূল। এর ভাবগত অর্থ হলো− গমন করা। এই ক্রিয়ামূলের সাথে বিভিন্ন প্রত্যয় যুক্ত হয়ে নতুন নতুন পদ তৈরি করে।
এর ভিতরে যে সকল শব্দ বাংলাতে ব্যবহৃত হয়, তার তালিকা দেওয়া হলো।
√পদ্ (গমন করা) +
অ (অচ্)=
পদ
√পদ্
(গমন করা) +
অ
(ঘঞ্)=পাদ
উদ্-√পদ্
(গমন করা) +
তি (ক্তিন্)=
উৎপত্তি
উপ-√পদ্
(গমন করা) +
ত (ক্ত)=উৎপন্ন।
√পদ্
(গমন করা) +ম
(মন্)
=পদ্ম
এই ধাতুজাত সাধিত ধাতু হলো-
Öউপজ,
Öউপজা,
Öউবজ।
এই ধাতু থেকে ণিজন্ত ধাতু
√পাদি
{Öপদ্
(গমন করা) +ণিচ্}।
দেখুন :
পাদি।