পদ
বানান বিশ্লেষণ: প্+অ+দ্+অ
উচ্চারণ: [
pɔd̪] [পদ্]
শব্দ-উৎস: সংস্কৃত পদ> বাংলা পদ

পদ-১
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
পদ্ (গমন করা) + অ (অচ্), কর্তৃবাচ্য
পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা { উপাঙ্গ | প্রান্তীয় দেহাংশ | বহিঃস্থ দেহাংশ| দেহাংশ | খণ্ডাংশ | স্বতন্ত্র সত্তা | দৈহিক সত্তা | সত্তা|}
অর্থ: চলাচল করার উপযোগী মানুষ ও অন্যান্য প্রাণীর দেহাংশের নিম্নভাগ থেকে উদগত দেহাংশ।
সমার্থক শব্দাবলি: চরণ, ঠ্যাং, পদ, পা।
ইংরেজি:
foot

পদ-২
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
পদ্ (গমন করা) + অ (অচ্), কর্তৃবাচ্য
ঊর্ধ্বক্রমবাচকতা { অবলম্বক | ডিভাইস | যন্ত্র | যন্ত্রীকরণ | মনুষ্য-সৃষ্টি | এককঅংশ | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা | }
অর্থ: আসবাবপত্র বা কোনো সামগ্রীর নিচের দিকের পৃথক অংশ যা ভূমির উপর অবলম্বন হিসেবে কাজ করে। যেমন- চেয়ার, টেবিল ইত্যাদির পা বা পায়া হিসেবে অভিহিত হয়ে থাকে।
সমার্থক শব্দাবলি: ঠ্যাং, পদ, পা, পায়া
ইংরেজি:
the foot of a picece of furniture

পদ-২
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
পদ্ (গমন করা) + অ (অচ্), কর্তৃবাচ্য
পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {


সূত্র: