অবলম্ব
অন্য কিছুর ভার ধারণ করে এমন যেকোন ডিভাইস।
ঊর্ধ্বক্রমবাচকতা { অবলম্বক | ডিভাইস | যন্ত্র | যন্ত্রীকরণ | মনুষ্য-সৃষ্টি | এককঅংশ | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা | }
ইংরেজি :
support
ব্যাখ্যা: কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য উদ্ভাবিত যন্ত্রাংশ বা যন্ত্র। ডিভাইস মূলত কোনো যন্ত্রের সাথে ব্যবহৃত হয়। আর একাধিক ডিভাইস বা অন্যান্য অনুসঙ্গিক উপকরণ নিয়ে যন্ত্রে পরিণত হয়।