গাঠনিক অংশ
অবলম্বক বিশেষ, যা একটি গাঠনিক বিন্যাস বা নির্মাণশৈলীর গাঠনিক-উপাদান হিসেবে বিবেচিত হয়।
ঊর্ধ্বক্রমবাচকতা { গাঠনিক অংশ | অবলম্বক | ডিভাইস | যন্ত্র | যন্ত্রীকরণ | মনুষ্য-সৃষ্টি | এককঅংশ | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা | }
ইংরেজি:
structural member
ব্যাখ্যা: কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য উদ্ভাবিত যন্ত্রাংশ বা যন্ত্র হলো ডিভাইস। যে সকল ডিভাইস কোনো বড় নির্মাণ কাঠামোতে অংশভাগী হিসেবে যুক্ত থাকে, তার সবগুলোই মূল কাঠামোর গাঠনিক অংশ। গাঠনিক অংশ নানা ধরনের হতে পারে। যেমন-