উপাঙ্গ
দেহকাণ্ডের শেষাংশে অবস্থিত অঙ্গ, যা চলাচলের জন্য ব্যবহৃত হয় বা কোনো কিছু আঁকড়ে ধরার জন্য ব্যবহৃত হয়
ঊর্ধ্বক্রমবাচকতা { উপাঙ্গ প্রান্তীয় দেহাংশ | বহিঃস্থ দেহাংশ| দেহাংশ | খণ্ডাংশ | স্বতন্ত্র সত্তা | দৈহিক সত্তা | সত্তা|}
ইংরেজি:
extremity, appendage, member
ব্যাখ্যা: জীবদেহের মূল দেহকাণ্ড থেকে উদ্গত হয় বহিঃস্থ দেহাংশ। দেহাংশ নানা ধরনের হতে পারে। যেমন- হাত, পা, কান ইত্যাদি। প্রকৃতিভেদে এদেরকে নানাভাবে ভাগ করা হয়। যেমন-