সাধ্
সংস্কৃত ক্রিয়ামূল। এর ভাবগত অর্থ হলো- নিষ্পন্ন করা এই ক্রিয়ামূলের সাথে যে সকল প্রত্যয় যুক্ত হয়ে নতুন পদ তৈরি হয়, তার ভিতরে যে সকল শব্দ বাংলা ভাষায় ব্যবহৃত হয়- তার তালিকা দেওয়া হলো।

 

 সাধ্ (নিষ্পন্ন করা) +অন্ (ল্যুট) =সাধন

 সাধ্ (নিষ্পন্ন করা) +অক (ণ্বুল)  =সাধক
 

এই ধাতু থেকে উৎপন্ন ণিজন্ত ধাতু সাধি {সাধ্ (নিষ্পন্ন করা) +ই (ণিচ) }
 

.  অনুশীলন করা অর্থে, এই ধাতু থেকে উৎপন্ন সকর্মক ক্রিয়া বাংলাতে ব্যবহৃত হয়। যেমন- গলা সাধা
 

. সংস্কৃত শ্রদ্ধা শব্দ থেকে উদ্ভূত  সাধ্ ক্রিয়ামূল উৎপন্ন হয়েছে।
    সংস্কৃত শ্রদ্ধা >
প্রাকৃত সদ্ধা>বাংলা সাধা, সাধ>সাধ্

এর ভাবগত অর্থ হল- ইচ্ছা করা
উদাহরণ: বড় সাধ জাগে, একবার তোমায় দেখি