শু [শু] [Su]
১। ক্রিয়ামূল,
মৌলিক, তৎসম এর ভাবগত অর্থ হলো- গতি লাভ করা এই ধাতু থেকে উত্পন্ন বিশেষ্য পদ বাংলাতে ব্যবহৃত হয় যেমন-
                           বিশেষ্য    কল (শব্দ) +
Öশু (গতি লাভ করা) +অ (ড) =কলশ

২। ক্রিয়ামূল, সাধিত, তদ্ভব সংস্কৃত Öস্বপ্>প্রাকৃত Öসুৱ, Öসুঅ>বাংলা Öসু, Öশু। এর ভাবগত অর্থ হলো- শয়ন করা এই ধাতু থেকে উত্পন্ন অকর্মক ক্রিয়াপদ বাংলাতে ব্যবহৃত হয়  গণ তালিকা। নিচে এই ধাতুজাত ক্রিয়াপদের তালিকা দেখানো হলো।

চলিত রূপ 
কালের নাম নাম পুরুষ মধ্যম উত্তম
সাধারণ
(সে)
সম্ভ্রমাত্মক
(তিনি)
সম্ভ্রমাত্মক
(আপনি)
সাধারণ
(তুমি)
তুচ্ছ
(তুই)
আমি
বর্তমান সাধারণ শোয় শোন শো শোও শু শুই
ঘটমান শুচ্ছে শুচ্ছে শুচ্ছে শুচ্ছে শুচ্ছি শুচ্ছি
পুরাঘটিত শুয়েছে শুয়েছেন শুয়েছেন শুয়ে শুয়েছিস শুয়েছি
অনুজ্ঞা শু শু শু শোও শো  
অতীত সাধারণ শুল শুলেন শুলেন শুলে শুলি শুলাম
নিত্যবৃত্ত শুত শুতেন শুতেন শুতে শুতি শুতাম
ঘটমান শুচ্ছি শুচ্ছিলেন শুচ্ছিলেন শুচ্ছিলে শুচ্ছিলি শুচ্ছিলাম
পুরাঘটিত শুয়েছিল শুয়েছিলেন শুয়েছিলেন শুয়েছিলে শুয়েছিলি শুয়েছিলাম
ভবিষ্যৎ সাধারণ শুবে শুবেন শুবেন শুবে শুবি শুব
ঘটমান শুতে থাকবে শুতে থাকবেন শুতে থাকবেন শুতে থাকবে শুতে থাকবি শুতে থাকব
পুরাঘটিত শুয়ে থাকবে শুয়ে থাকবেন শুয়ে থাকবেন শুয়ে থাকবে শুয়ে থাকবি শুয়ে থাকব
অনুজ্ঞা       শুয়ো শুস  
সাধু রূপ 
কালের নাম নাম পুরুষ মধ্যম উত্তম
সাধারণ
(সে)
সম্ভ্রমাত্মক
(তিনি)
সম্ভ্রমাত্মক
(আপনি)
সাধারণ
(তুমি)
তুচ্ছ
(তুই)
আমি
বর্তমান সাধারণ শোয় শোন শো শোও শু শুই
ঘটমান শুইতেছে শুইতেছেন শুইতেছেন শুইতেছ শুইতেছিস শুইতেছি
পুরাঘটিত শুইয়াছে শুইয়াছেন শুইয়াছেন শুইয়াছ শুইয়াছিস শুইয়াছি
অনুজ্ঞা শু শু শু শোও শো  
অতীত সাধারণ শুইল শুইলেন শুইলেন শুইলে শুইলি শুইলাম
নিত্যবৃত্ত শুইত শুইতেন শুইতেন শুইতে শুইতিস শুইতাম
ঘটমান শুইতেছিল শুইতেছিলেন শুইতেছিলেন শুইতেছিলে শুইতেছিলি শুইতেছিলাম
পুরাঘটিত শুইয়াছিল শুইয়াছিলেন শুইয়াছিলেন শুইয়াছিলে শুইয়াছিলি শুইয়াছিলাম
ভবিষ্যৎ সাধারণ শুইবে শুইবেন শুইবেন শুইবে শুইবি শুইব
ঘটমান শুইতে থাকিবে শুইতে থাকিবেন শুইতে থাকিবেন শুইতে থাকিবে শুইতে থাকিবি শুইতে থাকিব
পুরাঘটিত শুইয়া থাকিবে শুইয়া থাকিবেন শুইয়া থাকিবেন শুইয়া থাকিবে শুইয়া থাকিবি শুইয়া থাকিব
অনুজ্ঞা       শুইও, শুইয়ো শুইস  

অসমাপিকা ক্রিয়া :          সাধু রীতি : শুইতে, শুইলে, শুইয়া।          চলিত রীতি :  শুতে, শুলে, শুয়ে


শু-আদি গণ
বিশেষ্য {জাতিবাচক, পরিভাষা, বাংলা ব্যাকরণ}
ঊর্ধ্বক্রমনির্দেশকসমূহ (hypernyms) : | ক্রিয়ামূল | ভাষা একক | অংশ | সম্পর্ক | বিমূর্তন | বিমূর্ত-সত্তা | সত্তা |
বাংলা ব্যাকরণ মতে- একটি গণের নাম। এই গণের সকল ক্রিয়ামূল থেকে 'শু-ক্রিয়ামূলজাত' ক্রিয়াপদের মতো হয়। তাই এই গণকে বলা হয়- Öশু-গণ। এই গণের সাধারণ বৈশিষ্ট্য হলো-

১. এই গণের ধাতু একটি ব্যঞ্জনবর্ণ নিয়ে গঠিত হয় এবং উক্ত বর্ণটির সাথে উ-ধ্বনিযুক্ত থাকে যেমন- চু, দু, শু ইত্যাদি।
 নিচে এই গণের ক্রিয়াপদ সৃষ্টির সাধারণ সূত্র তুলে ধরা হলো।

চলিত রূপ 
কালের নাম নাম পুরুষ মধ্যম উত্তম
সাধারণ
(সে)
সম্ভ্রমাত্মক
(তিনি)
সম্ভ্রমাত্মক
(আপনি)
সাধারণ
(তুমি)
তুচ্ছ
(তুই)
আমি
বর্তমান সাধারণ উ>ও-য় উ>ও- উ>ও- উ>ও-ও - -ই
ঘটমান -চ্ছে -চ্ছে -চ্ছে -চ্ছে -চ্ছি -চ্ছি
পুরাঘটিত -য়েছে -য়েছেন -য়েছেন -য়ে -য়েছিস -য়েছি
অনুজ্ঞা - - - উ>ও-ও উ>ও  
অতীত সাধারণ -ল -লেন -লেন -লে -লি -লাম
নিত্যবৃত্ত -ত -তেন -তেন -তে -তি -তাম
ঘটমান -চ্ছি -চ্ছিলেন -চ্ছিলেন -চ্ছিলে -চ্ছিলি -চ্ছিলাম
পুরাঘটিত -য়েছিল -য়েছিলেন -য়েছিলেন -য়েছিলে -য়েছিলি -য়েছিলাম
ভবিষ্যৎ সাধারণ -বে -বেন -বেন -বে -বি -ব
ঘটমান -তে থাকবে -তে থাকবেন -তে থাকবেন -তে থাকবে -তে থাকবি -তে থাকব
পুরাঘটিত -য়ে থাকবে -য়ে থাকবেন -য়ে থাকবেন -য়ে থাকবে -য়ে থাকবি -য়ে থাকব
অনুজ্ঞা -বে -বেন -বেন -য়ো -স  
সাধু রূপ 
কালের নাম নাম পুরুষ মধ্যম উত্তম
সাধারণ
(সে)
সম্ভ্রমাত্মক
(তিনি)
সম্ভ্রমাত্মক
(আপনি)
সাধারণ
(তুমি)
তুচ্ছ
(তুই)
আমি
বর্তমান সাধারণ উ>ও-য় উ>ও- উ>ও- উ>ও-ও - -ই
ঘটমান -ইতেছে -ইতেছেন -ইতেছেন -ইতেছ -ইতেছিস -ইতেছি
পুরাঘটিত -ইয়াছে -ইয়াছেন -ইয়াছেন -ইয়াছ -ইয়াছিস -ইয়াছি
অনুজ্ঞা - - - উ>ও-ও উ>ও  
অতীত সাধারণ -ইল -ইলেন -ইলেন -ইলে -ইলি -ইলাম
নিত্যবৃত্ত -ইত -ইতেন -ইতেন -ইতে -ইতিস -ইতাম
ঘটমান -ইতেছিল -ইতেছিলেন -ইতেছিলেন -ইতেছিলে -ইতেছিলি -ইতেছিলাম
পুরাঘটিত -ইয়াছিল -ইয়াছিলেন -ইয়াছিলেন -ইয়াছিলে -ইয়াছিলি -ইয়াছিলাম
ভবিষ্যৎ সাধারণ -ইবে -ইবেন -ইবেন -ইবে -ইবি -ইব
ঘটমান -ইতে থাকিবে -ইতে থাকিবেন -ইতে থাকিবেন -ইতে থাকিবে -ইতে থাকিবি -ইতে থাকিব
পুরাঘটিত -ইয়া থাকিবে -ইয়া থাকিবেন -ইয়া থাকিবেন -ইয়া থাকিবে -ইয়া থাকিবি -ইয়া থাকিব
অনুজ্ঞা -ইবে -ইবেন -ইবেন , -ইয়ো -ইস  

অসমাপিকা ক্রিয়া :          সাধু রীতি : -ইতে, -ইলে, -ইয়া।          চলিত রীতি :  -তে, -লে, -য়ে

নিচে এই গণের অন্তর্গত ক্রিয়ামূলগুলি হলো- ছুঁ, থু, ধু, রু, শু ইত্যাদি।