১৯৪৪ খ্রিষ্টাব্দের জুলাই মাসে সোসাইটি ইসলামিয়া কলেজে প্রথম বার্ষিক সম্মেলন করে। এই সম্মেলনে সাহিত্য-সংস্কৃতিবিষয়ক মোট ১১টি শাখায় প্রবন্ধপাঠ ও আলোচনার ব্যবস্থা করা হয়েছিল। এর উদ্বোধনী অনুষ্ঠানে খাজা নাজিমুদ্দীন, খাজা শাহাবুদ্দীন, হোসেন শহীদ সুহরাওয়ার্দী, হাসান সুহরাওয়ার্দী, নুরুল আমীন, মোহাম্মদ আকরম খাঁ, এ.কে ফজলুল হক, আবুল কাশেম, তমিজুদ্দীন খাঁ, শাহাদৎ হোসেন, গোলাম মোস্তফা, এস ওয়াজেদ আলী, আবু জাফর শামসুদ্দীন, আবুল হোসেন, গোলাম কুদ্দুস, সুভাষ মুখোপাধ্যায়, গোপাল হালদার প্রমুখ উপস্থিত ছিলেন।
সোসাইটির আহবায়ক
মুজিবর রহমান খাঁ
কলকাতা
ইসলামিয়া কলেজের অর্থনীতির অধ্যাপক ড. এম সাদেকের সহযোগিতায়
Eastern Pakistan: Its Population,
Delimitation and Economics
(সেপ্টেম্বর, ১৯৪৪) নামে একটি পুস্তিকা প্রকাশ করেন। এই গ্রন্থে তাঁদের কল্পিত
স্বাধীন পূর্ব পাকিস্তান রাষ্ট্রের সরকার, অর্থনৈতিক উৎস, জনশক্তি, ভৌগোলিক সীমানা,
নিরাপত্তা ইত্যাদি সম্পর্কে বিবরণ ও মানচিত্র প্রকাশ করা হয়েছিল।
১৯৪৭ খ্রিষ্টাব্দে ভারত-পাকিস্তানের স্বাধীনতার মধ্য দিয়ে পূর্ব পাকিস্তান
প্রদেশের মর্যাদা পায়। এর ফলে সোসাইটির সদস্যরা হতাশ হয়ে পড়েন এবং ধীরে ধীরে এই
সমিতি তাদের কার্যক্রম বন্ধ করে দেয়।