অঙ্গপ্রাধান্য
ঊর্ধ্বক্রমবাচকতা
{|
সঙ্গীত
|
নির্দিষ্ট কার্যকলাপ
|
মনুষ্য কার্যকলাপ
|
বিশেষ
ঘটনা
|
মনস্তাত্ত্বিক ঘটনা |
বিমূর্তন
|
বিমূর্ত-সত |
সত্তা|}
ভারতীয় সঙ্গীত শাস্ত্র মতে সপ্তকের য অংশে বাদী স্বর থাকে সেই অংশের প্রধান্যভাব থাকে বলে অঙ্গপ্রাধন্য বলে। বাদী স্বরের পরিচয়ও অঙ্গানুসারে চিহ্নিত হয়। যেমন– স্বরসপ্তকের পূর্বাঙ্গে বাদী স্বর থাকলে– পূর্বাঙ্গবাদী এবং স্বরসপ্তকের উত্তরাঙ্গে বাদী স্বর থাকলে উত্তরাঙ্গবাদী হয়। যেমন– ইমন রাগের অংশস্বর (বাদীস্বর) গ। এই স্বরটি পূর্বাঙ্গে অবস্থিত। তাই ইমন রাগকে পূর্বাঙ্গ-প্রধান রাগ বলা হয়।
সূত্র:
- ভারতীয় সঙ্গীতকোষ। বিমলাকান্ত রায়চৌধুরী। কথাশিল্পী।
১০৯, শ্যামাচরণ দে স্ট্রীট, কলিকাতা। বৈশাখ ১৩৭২।