হোহ্‌লে ফেল্‌স্ বাঁশি
ইংরেজি: Hohle Fels Flute

এই বাঁশিটি পাওয়া গেছে জার্মানির সোয়াবিয়ান এলব (Swabian Alb) অঞ্চলের হোহ্‌লে ফেল্‌স্ গুহায়। ্রত্নতত্ত্ববিদ  নিকোলাস কনার্ডে তত্ত্বাধানে পরিচালিত প্রত্নতাত্ত্বিক অভিযানে এই বাঁশিটি উদ্ধার করা হয়েছিল ২০০৮ খ্রিষ্টাব্দে। ধারণা করা হয়, খ্রিষ্টপূর্ব ৪০০০০ থেকে ৩৫০০০ বৎসর পূর্বে এই বাঁশিটি তৈরি করা হয়েছিল।

এর আগের প্রাচীনতম বাঁশি ডিভ্‌জে বাবে বাঁশি (খ্রিষ্টপূর্ব ৪৩০০০) তৈরি করেছিল নিয়ানডার্থাল-রা। পক্ষান্তরে হোহ্‌লে ফেল্‌স্ বাঁশি তৈরি করেছিল, হোমো স্যাপিয়েন্স তথা মানুষ। এই কারণে মানুষের সঙ্গীতের ইতিহাসে এই বাঁশিটিকে প্রাচীনতম বাঁশি হিসেবে বিবেচনা করা হয়।

এই বাঁশিটি তৈরি করা হয়েছিল গ্রিফোন শকুনের ডানার হাড় থেকে এবং দৈর্ঘ্ প্রায় ২২ সেন্টিমিটার। এর ফুঁ দেয়ার জায়গাটি ছিল ইংরেজি ভি অক্ষরের মতো। এর চারটি অক্ষত ফুটো পাওয়া গেছে।

তথ্যসূত্র: