গ্রিফোন শকুন

griffon vulture
 

Gyps গণের শকুন জাতীয় পাখি। একে প্রাচীন পৃথিবীর শকুন হিসেবে বিবেচনা করা হয়। গ্রিফোন শকুনের আরও দুটি প্রজাতি রয়েছে। এগুলো হলো- Rüppell's griffon vulture (Gyps rueppellii) এবং Himalayan griffon vulture (Gyps himalayensis)। কিন্তু সাধারণভাবে গ্রিফোন শকুন বলতে আলোচ্য Gyps fulvus-কেই বুঝানো হয়ে থাকে।



মূলত এটি ইউরেশিয়ান পাখি। এর দৈর্ঘ্য ৯৩-১২২ সেন্টিমিটার। পাখার বিস্তার ২.৩-২.৮ মিটার। পুরুষ শকুনের ওজন ৬.২- ১০.৫ কেজি। স্ত্রী শকুনের ওজন ৬.৫-১০.৫ কেজি।

বর্তমানে এই শকুন দেখা যায়- ইতালির সারডিনিয়া দ্বীপে।

এরা প্রায় ৪১ বৎসর জীবিত থাকে।

 খ্রিষ্টপূর্ব ৪০০০০ থেকে ৩৫০০০ বৎসর পূর্বে এই শকুনের পাখার হাড় থেকে মানুষ বাঁশি তৈরি করেছিল। এই বাঁশিটি পাওয়া গেছে জার্মানির সোয়াবিয়ান এলব (Swabian Alb) অঞ্চলের হোহ্‌লে ফেল্‌স্ গুহায়। এই বাঁশিটির নাম দেওয়া হয়েছে-হোহলে ফেল্স বাঁশি্রত্নতত্ত্ববিদ  নিকোলাস কনার্ডে তত্ত্বাধানে পরিচালিত প্রত্নতাত্ত্বিক অভিযানে এই বাঁশিটি উদ্ধার করা হয়েছিল ২০০৮ খ্রিষ্টাব্দে।
 


সূত্র: