প্যারাভেস
Paraves
প্রাণীজগতের
সরীসৃপ
শ্রেণির অন্তর্গত একটি থাক বিশেষ। ১৯৯৭
খ্রিষ্টাব্দে এর নামকরণ
করেছিলেন
Sereno।
ক্রমবিবর্তনের ধারা
১৬.৫
কোটি খ্রিষ্টপূর্বাব্দে
পেন্নার্যাপ্টোরা থাক থেকে
প্যারাভেস
থাকের উদ্ভব হয়েছিল।
১৬.৭ থেকে ১৪ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে থাকটি
৫টি ভাগে বিভাজিত হয়ে গিয়েছিল।
এই ভাগ ৫টি
হলো-
- স্ক্যানসোরিয়োপ্টেরাইগিডি
(Imperobator)
গোত্র: আবির্ভাবকাল
১৬.৫কোটি
খ্রিষ্টপূর্বাব্দ। ১৫.৬ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে এর সকল
প্রজাতি বিলুপ্ত হয়ে গিয়েছিল।
ইম্পেরোব্যাটোর
(Imperobator)
গণ:
আবির্ভাবকাল ১৩.৯৮ কোটি
খ্রিষ্টপূর্বাব্দ। ৬.৬ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে এরা বিলুপ্ত হয়ে গেছে।
প্যালিয়োপ্টেরিক্স
(Palaeopteryx)
গণ:
আবির্ভাবকাল ১৫.৭ কোটি
খ্রিষ্টপূর্বাব্দ। ১৫.৩ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে এরা বিলুপ্ত হয়ে গেছে।
নিউম্যাটোর্্যাপ্টোর
(Pneumatoraptor)
গণ:
আবির্ভাবকাল ১৫.৭ কোটি
খ্রিষ্টপূর্বাব্দ। ১৫.৩ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে এরা বিলুপ্ত হয়ে গেছে।
ইউম্যানির্্যাপ্টোরা
(Eumaniraptora)
থাক:
আবির্ভাবকাল ১৬.৫
কোটি খ্রিষ্টপূর্বাব্দ।