ক্রোকোপোডা
Crocopoda

প্রাণীজগতের সরীসৃপ শ্রেণির অন্তর্গত একটি থাক বিশেষ।  ১৯৪৬ খ্রিষ্টাব্দে von Huene এই থাকের নামকরণ করেছিলেন।

ক্রমবিবর্তনের ধারা
৩০.৭১ খিষ্টপূর্বাব্দের রোমেরিডা থাক থেকে
ডাইয়াপ্সিডা থাকের আবির্ভাব হয়েছিল। এই থাক থেকে পরবর্তী সময়ে উদ্ভব হয়েছিল কুমির, টিকটিকি, কচ্ছপ, পাখি ইত্যাদি।

Reisz et al., 2011-এর শ্রেণিবিভাজন অনুসারে ডাইয়াপ্সিডা থাকের দুটি ভাগ পাওয়া যায়, এই ভাগ দুটি হলো-

Reisz et al., 2011-এর শ্রেণিবিভাজন অনুসারে নিয়োডাইয়াপ্সিডা থাকের যে ভাগগুলো পাওয়া যায়, তার ভিতরে একটি থাক হলো  সোরিয়া ২৬.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দে এই থাকটির প্রজাতিসমূহের উদ্ভব হয়েছিল। এই থাক থেকে পরবর্তী সময়ে উদ্ভব হয়েছিল নানা ধরনের সাপ, কচ্ছপ, পাখি-সহ নানা ধরনের সরীসৃপজাতীয় প্রাণী।

আর্কোসোরোমোর্ফা থাকটি ২৬.৭২ থেকে ২০ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে ৫টি ভাগে বিভাজিত হয়ে গিয়েছিল।

ক্রোকোপোডা থাকটি ২৬.৭২ থেকে ২৪.৭২ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে পাঁচটি ভাগে বিভাজিত হয়ে গিয়েছিল। এই ভাগগুলো হলো-


তথ্যসূত্র :