লেপিডোসোরোমোর্ফা
Lepidosauromorpha
প্রাণীজগতের
সরীসৃপ 
শ্রেণির অন্তর্গত একটি থাক বিশেষ।  ১৯০৩ খ্রিষ্টাব্দে  এই থাকের নামকরণ করেছিলেন।
ক্রমবিবর্তনের ধারা
৩১.৮ থেকে ৩১.২ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে
এ্যাম্নিয়োটা 
থাক বিভাজিত হয়ে যায়। 
M.S. Lee, in 2013 
-এর শ্রেণিবিভাজন অনুসারে এই বিভাজিত থাক দুটি হলো-
			
	- 
			
			সিন্যাপ্সিডা 
	থাক: আবির্ভাব কাল ৩১.৮ কোটি খ্রিষ্টপূর্বাব্দ।
 
	- 
			
			
			সোরোপ্সিডা  থাক : আবির্ভাব কাল ৩১.২ কোটি খ্রিষ্টপূর্বাব্দ। এই থাক থেকে সরীসৃপ শ্রেণির 
	প্রাণিকুলের উদ্ভব হয়েছিল।
 
			
এরপর সোরাপ্সিডা 
	থাক দুটি ভাগে বিভাজিত হয়ে যায়। 
 এই 
ভাগ দুটি হলো-
	- 
			
	
	প্যারারেপ্টাইলিয়া:
	
    
    
	আবির্ভাবকাল 
	২৯.৮৯ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দে বিকশিত হয়েছিল। এদের সকল প্রজাতি ২০.১৩ লক্ষ খ্রিষ্টাব্দের ভিতরে বিলুপ্ত হয়ে গিয়েছিল।
 
	- 
	
	ইউরেপ্টাইলিয়া: 
	আবির্ভাবকাল ৩১.২ 
	খ্রিষ্টপূর্বাব্দ। 
 
৩১.২ থেকে ৩০ কোটি 
খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে 
    
			
	ইউরেপ্টাইলিয়া
থাকটি দুটি ভাগে বিভাজিত হয়ে গিয়েছিল। এই ভাগ দুটি হলো-
	- 
	ক্যাপ্টোর্হিনিডি (Captorhinidae) 
	গোত্র: আবির্ভাবকাল ৩০ 
	কোটি খ্রিষ্টপূর্বাব্দ।
 
	- 
    
	
রোমেরিডা 
(Romeriida): 
	আবির্ভাবকাল ৩১.২ কোটি 
	খ্রিষ্টাব্দপূর্বাব্দ।
 
৩১.২ থেকে ৩০.৭১ কোটি 
খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে এই থাকের প্রজাতিসমূহ চারটি ভাগে বিভাজিত হয়ে যায়। এই 
ভাগগুলো হলো-
	- প্যালিয়োথাইরিস 
	(Paleothyris) 
	গণ: 
	 আবির্ভাবকাল ৩১.২ 
	কোটি খ্রিষ্টপূর্বাব্দ। ৩০.৪ 
	কোটি খ্রিষ্টাব্দপূর্বাব্দের  দিকে এই গণের সকল প্রজাতি বিলুপ্ত হয়ে গেছে।
 
	- হাইলোনোমাস 
	(Hylonimus)
	গণ:
	  আবির্ভাবকাল ৩১.২ 
	কোটি খ্রিষ্টপূর্বাব্দ। ৩০ 
	কোটি খ্রিষ্টাব্দপূর্বাব্দের  দিকে এই গণের সকল প্রজাতি বিলুপ্ত হয়ে গেছে।
 
	- প্রোটোরোথাইরিডি
	(Protorothyrididae)
	গোত্র:
	  আবির্ভাবকাল ৩০.৭১ 
	কোটি খ্রিষ্টপূর্বাব্দ। 
	২৯.৪৬ 
	কোটি খ্রিষ্টাব্দপূর্বাব্দের  দিকে এই গণের সকল প্রজাতি বিলুপ্ত হয়ে গেছে।
 
	- 
    
			
ডাইয়াপ্সিডা
	(Diapsida)
	থাক: 
	  আবির্ভাবকাল ৩০.৭১ 
	কোটি খ্রিষ্টপূর্বাব্দ। এই থাক থেকে পরবর্তী সময়ে উদ্ভব হয়েছিল কুমির, টিকটিকি, 
	কচ্ছপ, পাখি ইত্যাদি।
 
Reisz et al., 2011-এর শ্রেণিবিভাজন অনুসারে 
ডাইয়াপ্সিডা থাকের দুটি ভাগ পাওয়া যায়, এই ভাগ দুটি হলো-
	- আরিয়োস্কেলিডিয়া
	(Araeoscelidia)
	বর্গ:
	  আবির্ভাবকাল ৩০.২ 
	কোটি খ্রিষ্টপূর্বাব্দ। এর সকল প্রজাতি ২৭.৫৬ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে বিলুপ্ত 
	হয়ে যায়।
 
	- 
    
	
নিয়োডাইয়াপ্সিডা
	(Neodiapsida)
	থাক:
	  আবির্ভাবকাল 
	২৮.৯ 
	কোটি খ্রিষ্টপূর্বাব্দ। 
 
Reisz et al., 2011-এর 
শ্রেণিবিভাজন অনুসারে
    নিয়োডাইয়াপ্সিডা থাকের যে ভাগগুলো পাওয়া যায়, তার 
ভিতরে একটি থাক হলো 
	
     সোরিয়া। 
	২৬.৫ 
	কোটি খ্রিষ্টপূর্বাব্দে এই থাকটির প্রজাতিসমূহের উদ্ভব হয়েছিল। এই থাক থেকে পরবর্তী সময়ে উদ্ভব হয়েছিল নানা ধরনের সাপ, 
	কচ্ছপ, পাখি-সহ নানা ধরনের সরীসৃপজাতীয় প্রাণী।
	- লেপিডোসোরোমোর্ফা
	(Lepidosauromorpha) 
	থাক: আবির্ভাবকাল ২৪.৭ 
	কোটি খ্রিষ্টপূর্বাব্দ। 
 
	- 
		
			
আর্কোসোরোমোর্ফা(
	Archosauromorpha) 
	থাক: আবির্ভাবকাল ২৬.৬ 
	কোটি খ্রিষ্টপূর্বাব্দ। 
 
 
		
তথ্যসূত্র :
 
	
	
	
	http://palaeos.com/vertebrates/eureptilia/eureptilia.html