রোমেরিডা
Romeriida

প্রাণীজগতের সরীসৃপ শ্রেণির অন্তর্গত একটি থাক বিশেষ। কচ্ছপ ছাড়া বাকি সকল প্রকার অবিলুপ্ত সরীসৃপকে এই থাকের অন্তর্ভুক্ত করা হয়েছে। ১৯৪৭ খ্রিষ্টাব্দে মার্কিন জীববিজ্ঞানী ওলসোন এই থাকের নামকরণ করেছিলেন।

ক্রমবিবর্তনের ধারা
৩১.৮ থেকে ৩১.২ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে এ্যাম্নিয়োটা থাক বিভাজিত হয়ে যায়
M.S. Lee, in 2013. -এর শ্রেণিবিভাজন অনুসারে এই বিভাজিত থাক দুটি হলো-

এরপর সোরাপ্সিডা থাক দুটি ভাগে বিভাজিত হয়ে যায়।  এই ভাগ দুটি হলো-

৩১.২ থেকে ৩০ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে ইউরেপ্টাইলিয়া থাকটি দুটি ভাগে বিভাজিত হয়ে গিয়েছিল। এই ভাগ দুটি হলো-

৩১.২ থেকে ৩০.৭১ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে এই থাকের প্রজাতিসমূহ চারটি ভাগে বিভাজিত হয়ে যায়। এই ভাগগুলো হলো-


তথ্যসূত্র :