|
প্রাণীজগতের সরীসৃপ শ্রেণির অন্তর্গত একটি থাক বিশেষ।
ক্রমবিবর্তনের ধারা
Reisz et al., 2011
ক্রোকোপোডা থাকের আবির্ভাবকাল ২৬.৭২ কোটি খ্রিষ্টপূর্বাব্দ। ক্রোকোপোডা থাকটি ২৬.৭২ থেকে ২৪.৭২ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে পাঁচটি ভাগে বিভাজিত হয়ে গিয়েছিল। এই ভাগগুলো হলো- বোরেয়োপ্রিসিয়া, ট্যান্সম্যানিয়োসোরাস, প্রোলাসের্টিডি, এ্যাল্লোকোটোসোরিয়া এবং আর্কোসোরিফোর্মেস।
আর্কোসোরিফোর্মেস থাকের আবির্ভাবকাল ২৬.৭২ কোটি খ্রিষ্টপূর্বাব্দ। আর্কোসোরিফোর্মেস-এর শ্রেণিকরণ
Sengupta et al. (2017) -অনুসারে যে ধাপগুলো নির্দেশিত হয়েছে, তা হলো- ইয়োরাসোরাস, প্রোটেরোসিচিডি, কালিসুকাস, কাসমাটোসুকাস, ভোনহুয়েনিয়া, ফুগুসুকাস, এরাইথ্রোসুচিডি, সার্মাটোসুকাস, কুইয়োসুকাস ও ইউক্রোকোপোডা। ইউক্রোকোপোডা থাকের আবির্ভাবকাল ২৬ কোটি খ্রিষ্টপূর্বাব্দ। ২৫ থেকে ২১.৬ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে ইউক্রোকোপোডা থাকটি ৪টি ভাগে বিভাজিত হয়ে গিয়েছিল। এই ভাগ চারটি হলো- এ্যাসপ্যারোরিডি, ইউপার্কেরিডি, প্রোটেরোচ্যাম্পসিয়া ও আর্কোসোরিয়া। আর্কোসোরিয়া থাকের আবির্ভাবকাল ২৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দ। ২৫ থেকে ২৪.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে আরকোসোরিয়া থাকটি দুটি ভাগে বিভাজিত হয়ে গিয়েছিল। এই ভাগ দুটি হলো- আভেমেটাটার্সালিয়া ও সিউডোসুচিয়া। আভেমেটাটার্সালিয়া থাকের আবির্ভাবকাল ২৪.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দ। আভেমেটাটার্সালিয়া থাকটি ২৪.৫ থাকে ২৪.৪ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে দুটি ভাগে বিভাজিত হয়ে গিয়েছিল। এই ভাগ দুটি হলো- আফানোসোরিয়া ও ওর্নিথোডিরা।ওর্নিথোডিরা থাকের আবির্ভাবকাল ২৪.৫ খ্রিষ্টপূর্বাব্দ। ২৪.৫ থেকে ২২.৮ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে এই থাকটি দুটি ভাগে বিভাজিত হয়ে গিয়েছিল। এই ভাগ দুটি হলো-
ডাইনোসোরোমোর্ফা থাকটি ২৪.৫ থাকে ২৩.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে এই থাকটি বিভাজিত হয়ে গিয়েছিল।
তথ্যসূত্র :
https://en.wikipedia.org/wiki/Dracohors