|
প্রাণীজগতের সরীসৃপ শ্রেণির অন্তর্গত একটি থাক বিশেষ। ২০০২ খ্রিষ্টাব্দে এর নামকরণ করেছিলেন পল।
ক্রমবিবর্তনের ধারা
২০.১
কোটি খ্রিষ্টপূর্বাব্দে
নিয়োথেরোপোডা থাক থেকে উদ্ভব হয়েছিল
এভেরোস্ট্রা থাক।
টেটানুরি (Tetanurae) থাক:
আবির্ভাব কাল ২০.১ কোটি খ্রিষ্টপূর্বাব্দ। এই থাক থেকে পরবর্তী সময়ে উদ্ভব হয়েছিল ভিন্ন ধারার ডাইনসোর এবং পক্ষীকূল।
সেরাটোসোরাস (Ceratosaurs) থাক: আবির্ভাব কাল ১৯.৮ কোটি খ্রিষ্টপূর্বাব্দ।
৬.৬ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে এর সকল প্রজাতি বিলুপ্ত হয়ে গিয়েছে।
২০.১ থেকে ১৬.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে টেটানুরি থাকটি নানাভাগে বিভক্ত হয়ে গিয়েছিল। এই ভাগগুলো হলো-
সিনোসোরাস (Sinosaurus) গণ: আবির্ভাবকাল ২০.১ কোটি খ্রিষ্টপূর্বাব্দ। ১৯.৬ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে এই গণের সকল প্রজাতি বিলুপ্ত হয়ে গেছে।
ক্রায়োলোফোসোরাস (Cryolophosaurus) গণ: আবির্ভাবকাল ১৯.৪ কোটি খ্রিষ্টপূর্বাব্দ। ১৮.৮ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে এই গণের সকল প্রজাতি বিলুপ্ত হয়ে গেছে।
ওরিয়োনিডেস (Orionides) থাক: আবির্ভাবকাল ১৭.৫৬ কোটি খ্রিষ্টপূর্বাব্দ।
চুয়ান্ডোঙ্গোসিয়োলোসোরাস (Chuandongocoelurus) গণ: আবির্ভাবকাল ১৬.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দ। পরে এই গণের সকল প্রজাতি বিলুপ্ত হয়ে গেছে।
মোনোলোফোসোরাস (Chuandongocoelurus) গণ: আবির্ভাবকাল ১৬.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দ। পরে এই গণের সকল প্রজাতি বিলুপ্ত হয়ে গেছে।