পাইগোস্টাইলিয়া
Pygostylia
প্রাণীজগতের
একটি থাক বিশেষ। ১৯৯৭ খ্রিষ্টাব্দে এই থাকের
নামকরণ করেছিলেন
Chatterjee।
ক্রমবিবর্তনের ধারা
১৩.১ কোটি খ্রিষ্টপূর্বাব্দে
এভিব্রেভিকায়ুডা
থাক থেকে
পাইগোস্টাইলিয়া থাকের উদ্ভব হয়েছিল।
১৩.১ থেকে ১৩ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে থাকটি ২টি ভাগে বিভাজিত হয়ে গিয়েছিল
।
এই ভাগ ২টি
হলো-
-
কনফুসিয়ুসোর্নিথিফোর্মেস
(Confuciusornithiformes
)
থাক: আবির্ভাব কাল ১৩.১
কোটি খ্রিষ্টপূর্বাব্দ। ১২ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে এই গণের সকল
প্রজাতি বিলুপ্ত হয়ে গিয়েছিল।
-
জিঙ্গুয়োফোর্টিসিডি
(
Jinguofortisidae)
গোত্র: আবির্ভাব কাল
১৩.১
কোটি খ্রিষ্টপূর্বাব্দ। ১১ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে এই গণের সকল
প্রজাতি বিলুপ্ত হয়ে গিয়েছিল।
স্যাপেয়োর্নিস
(Sapeornis)
গণ: আবির্ভাব কাল
১২.৪৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দ। ১২ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে এই গণের সকল
প্রজাতি বিলুপ্ত হয়ে গিয়েছিল।
ঝোঙ্গোর্নিস
(Zhongornis)
গণ: আবির্ভাব কাল
১৩.১
কোটি খ্রিষ্টপূর্বাব্দ। ১২.২ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে এই গণের সকল
প্রজাতি বিলুপ্ত হয়ে গিয়েছিল।
ওর্নিথোথোরাসেস
(Ornithothoraces)
থাক: আবির্ভাব কাল
১৩.১
কোটি খ্রিষ্টপূর্বাব্দ।