ইউয়োর্নিথেস
Euornithes
প্রাণীজগতের
একটি থাক বিশেষ। ১৮৮৯
খ্রিষ্টাব্দে এই থাকের
নামকরণ করেছিলেন
Cope
।
ক্রমবিবর্তনের ধারা
১৩.১ কোটি খ্রিষ্টপূর্বাব্দে
ওর্নিথোথোরাসেস
থাক থেকে
ইউয়োর্নিথেস থাকের উদ্ভব হয়েছিল।
১৩.১ থেকে ১২ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে থাকটি ২টি ভাগে বিভাজিত হয়ে গিয়েছিল
।
এই ভাগ ২টি
হলো-
-
ওরি্নথুরোমোর্ফা (Ornithuromorpha)
থাক:
আবির্ভাব কাল ১২ কোটি খ্রিষ্টপূর্বাব্দ।
-
আর্কিয়োরাইনকাস
(Archaeorhynchus)
গণ: আবির্ভাব কাল ১২.৫
কোটি খ্রিষ্টপূর্বাব্দ। ১২ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে এই গণের সকল
প্রজাতি বিলুপ্ত হয়ে গিয়েছিল।
-
জিয়ানচ্যাঙ্গোর্নিস
(
Jianchangornis)
গণ:
আবির্ভাব কাল ১২ কোটি খ্রিষ্টপূর্বাব্দ।
ঝোঙ্গজিয়ানো্গোর্নিস
(Zhongjianornis)
গণ:
আবির্ভাব কাল ১২ কোটি খ্রিষ্টপূর্বাব্দ।
চ্যায়োইয়াঙ্গিফোর্মেস
(Chaoyangiformes)
বর্গ:
আবির্ভাব কাল ১২ কোটি খ্রিষ্টপূর্বাব্দ।
স্কিজুয়ুরা
(Schizooura)
বর্গ:
আবির্ভাব কাল ১২ কোটি খ্রিষ্টপূর্বাব্দ।