ওরি্নথুরোমোর্ফা
 	
Ornithuromorpha
প্রাণীজগতের
একটি থাক বিশেষ।   
ক্রমবিবর্তনের ধারা
১৩.১ কোটি খ্রিষ্টপূর্বাব্দে 
 
	
	ইউয়োর্নিথেস 
থাক থেকে
ওরি্নথুরোমোর্ফা থাকের উদ্ভব হয়েছিল।
	
	১২.১ থেকে ৭.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে থাকটি নানা ভাগে বিভাজিত হয়ে গিয়েছিল
	। 
এই ভাগগুলো 
হলো- 
	- 
	
	
	ওরি্নথুরি
	(Ornithurae) 	
	থাক: আবির্ভাব কাল ১২.১ কোটি 
	খ্রিষ্টপূর্বাব্দ। 
- 
	প্যাটাগোপ্টেরিগিফোরমেস(Patagopterygiformes) 	
	থাক: আবির্ভাব কাল ৮.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দ। 
	৭ কোটি 
	খ্রিষ্টপূর্বাব্দের দিকে এর সকল প্রজাতি বিলুপ্ত হয়ে গেছে।
- 
	ভোরোনা
	(Vorona) 	
	গণ: আবির্ভাব কাল ৭ 
	কোটি খ্রিষ্টপূর্বাব্দ।  ৬.৬ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে এই গণের সকল 
	প্রজাতি বিলুপ্ত হয়ে গিয়েছিল।
- 
	এ্যাম্বিয়োর্টিইডি
	(
Ambiortidae) 	
	গোত্র: 
	আবির্ভাব কাল ১৩ কোটি খ্রিষ্টপূর্বাব্দ। 
	
	সোঙ্গলিঙ্গোর্নিথিডি
	(Songlingornithidae) 	
	গোত্র: 
	আবির্ভাব কাল ১২.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দ। ১২ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে এই 
	গণের সকল প্রজাতি বিলুপ্ত হয়ে গিয়েছিল।
	
	হোঙ্গশ্যানোর্নিথিডি(Hongshanornithidae) 	
	গোত্র: 
	আবির্ভাব কাল ১৩.৭ কোটি খ্রিষ্টপূর্বাব্দ। ১২ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে এই 
	গণের সকল প্রজাতি বিলুপ্ত হয়ে গিয়েছিল।
	এ্যাপ্সারাভিস
	(Apsaravis) 	
	গণ: 
	আবির্ভাব কাল ৭.৮ কোটি খ্রিষ্টপূর্বাব্দ।  
	৬.৬ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে এই গণের সকল প্রজাতি বিলুপ্ত হয়ে গিয়েছিল।
	গানসাস
	(Apsaravis) 	
	গণ: 
	আবির্ভাব কাল ৭.৮ কোটি খ্রিষ্টপূর্বাব্দ।  ৬.৬ কোটি খ্রিষ্টপূর্বাব্দের 
	দিকে এই গণের সকল প্রজাতি বিলুপ্ত হয়ে গিয়েছিল।
	হোল্ল্যান্ডা
	(Hollanda) 	
	গণ: 
	আবির্ভাব কাল ৭.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দ।  ৬.৬ কোটি খ্রিষ্টপূর্বাব্দের 
	দিকে এই গণের সকল প্রজাতি বিলুপ্ত হয়ে গিয়েছিল।