ওর্নিথুরি
Ornithuromorpha

প্রাণীজগতের একটি থাক বিশেষ।  ১৮৬৬ খ্রিষ্টাব্দে এই থাকের নামকরণ করেছিলেন Haeckel

ক্রমবিবর্তনের ধারা
১২.১ কোটি খ্রিষ্টপূর্বাব্দে
ওরি্নথুরোমোর্ফা থাক থেকে ওরি্নথুরি থাকের উদ্ভব হয়েছিল। ১২.১ থেকে ৭.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে থাকটি নানা ভাগে বিভাজিত হয়ে গিয়েছিল । এই ভাগগুলো হলো-