নিয়োভেস
Neoaves
প্রাণীজগতের
এভিস
(পক্ষী) শ্রেণির একটি থাক বিশেষ। ১৯৮৮ খ্রিষ্টাব্দে এই থাকের নামকরণ করেছিলেন
Sibley et al
।
ক্রমবিবর্তনের ধারা
৬.৬ কোটি খ্রিষ্টপূর্বাব্দে
নিয়োগনাথি
অধশ্রেণি থেকে নিয়োভেস থাকের উদ্ভব হয়েছিল।
৬.৬ থেকে ২.৬ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে এই থাকটি ৯টি ভাগে বিভাজিত হয়ে গিয়েছিল।
এই ভাগগুলো হলো-
আর্ডেয়াই
(Ardeae):
থাক: আবির্ভাব কাল (৬.৬ কোটি
টেল্লুরাভেস (Telluraves, Yuri et al., 2013)
থাক:
আবির্ভাব কাল (৬.২ কোটি খ্রিষ্টপূর্বাব্দ)।গ্রুইফোর্মেস
(Gruiformes, Bonaparte, 1854)
থাক:
আবির্ভাব কাল (৬ কোটি খ্রিষ্টপূর্বাব্দ)।
স্ট্রিসোরেস
((Strisores, Cabanis, 1847)
থাক:
আবির্ভাব কাল (৫.৬-৪.৭৮ কোটি খ্রিষ্টপূর্বাব্দ)।
ক্যারাড্রিফোর্মেস
((Charadriiformes, Huxley, 1867)
থাক:
আবির্ভাব কাল (৫.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দ)।
কোলুম্বিমোরফি (Columbimorphae, Latham, 1790)
থাক:
আবির্ভাব কাল (৫.৬-৩.৩৯ কোটি খ্রিষ্টপূর্বাব্দ)।
ওপিস্থোকোমিডি (Opisthocomidae, Swainson, 1837)
থাক: :
আবির্ভাব কাল (৩.৮০-৩.৩৯ কোটি খ্রিষ্টপূর্বাব্দ)।
ওডিন্টোমোর্ফি (Otidimorphae, Wagler, 1830)
থাক:
আবির্ভাব কাল (৩৪ কোটি খ্রিষ্টপূর্বাব্দ)।
মিরান্ডোর্নিথেস
((Mirandornithes, Sangster, 2005)
থাক:
আবির্ভাব কাল (২.৩০৩-২.০৪৪ কোটি খ্রিষ্টপূর্বাব্দ।