নিয়োভেস
Neoaves

প্রাণীজগতের এভিস (পক্ষী) শ্রেণির একটি থাক বিশেষ।  ১৯৮৮ খ্রিষ্টাব্দে এই থাকের নামকরণ করেছিলেন Sibley et al

ক্রমবিবর্তনের ধারা
৬.৬ কোটি খ্রিষ্টপূর্বাব্দে নিয়োগনাথি অধশ্রেণি থেকে নিয়োভেস থাকের উদ্ভব হয়েছিল। ৬.৬ থেকে ২.৬ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে এই থাকটি ৯টি ভাগে বিভাজিত হয়ে গিয়েছিল। এই ভাগগুলো হলো-