ওর্নি্থোস্কেলিডা
Ornithoscelida
প্রাণীজগতের
সরীসৃপ 
শ্রেণির অন্তর্গত একটি থাক বিশেষ। ১৮৪২ খ্রিষ্টাব্দে এর নামকরণ 
করেছিলেন ওয়েন।  এই থাক থেকে প্রাথমিক পর্যায়ে উদ্ভব উদ্ভব হয়েছিল ডাইনোসর। 
পরে এর একটি শাখা থেকে উদ্ভব হয়েছিল পক্ষী শ্রেণি।
ক্রমবিবর্তনের ধারা
২৪.৫ কোটি 
খ্রিষ্টপূর্বাব্দে ডাইনোসোরোমোর্ফা থাক থেকে এই থাকটির উদ্ভব হয়েছিল। ২৪.৫ থাকে 
২৩.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে এই থাকটি বিভাজিত হয়ে গিয়েছিল।
	- লাগেরপেটিডি 
	(Lagerpetidae)  
	
	 গোত্র: আবির্ভাবকাল ২৩.৬ কোটি 
	খ্রিষ্টপূর্বাব্দ।
 
	-  
    ডাইনোসোরিফোরমেস থাক: ২১.১৯ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে এর সকল 
	প্রজাতি বিলুপ্ত হয়ে গেছে।
 
 
    ডাইনোসোরিফোরমেস থাকটি ২৩.৫ থেকে ২৩.৩২ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে 
বিভাজিত হয়ে যায়।
	- মারাসুকাস (Marasuchus) 
	গণ: আবির্ভাবকাল 
    ২৩.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দ। ২৩.৪ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে এই গণের সকল 
	প্রজাতি বিলুপ্ত হয়ে গিয়েছিল।
 
	- 
    
			
ড্রাকোহোর্স 
	 (Dracohors) 
	থাক: আবির্ভাবকাল 
    ২৪.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দ।  এই থাক থেকে পর্বর্তী সময়ে উদ্ভব হয়েছিল 
	নানা ধরনের ডাইনোসর ও পক্ষীকুল।
 
    
			
ড্রাকোহোর্স 
থাকটি ২৪.৫ থেকে ২০.৩ কোটি 
খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে দুটি ভাগে বিভাজিত হয়ে যায়।  এই ভাগ দুটি হলো-
	- সিলেসোরোডি (Silesauridae):
	আবির্ভাবকাল 
    ২৪.৬ কোটি খ্রিষ্টপূর্বাব্দ।  ২০.২ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে এই 
	থাকের সকল প্রজাতি বিলুপ্ত হয়ে গিয়েছিল।
 
	- ডাইনোসোরিয়া 
	(Dinosauria) 
	 
	থাক: আবির্ভাবকাল 
    ২৩.৩ কোটি খ্রিষ্টপূর্বাব্দ। 
 
Baron et al. 2017-এর 
শ্রেণিবিন্যাস অনুসারে
ডাইনোসোরিয়া থাকের দুটি ভাগ পাওয়া যায়। এই ভাগ দুটি হলো-
ওর্নি্থোস্কেলিডা (Ornithoscelida) 
	থাক 
	ও সুরিস্কিয়া (Saurischia) 
	বর্গ। ২৩.৩২ থেকে ২০ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে দুটি ভাগে 
বিভাজিত হয়ে গিয়েছিল। এই ভাগ দুটি হলো-
	
	- 
ওর্নি্থোস্কেলিডা (Ornithoscelida) 
	থাক: 
	আবির্ভাবকাল ২৩.১৪ কোটি খ্রিষ্টপূর্বাব্দ। 
 
	- সুরিস্কিয়া (Saurischia) 
	বর্গ: 
	
	আবির্ভাবকাল ২৩.৩২ কোটি খ্রিষ্টপূর্বাব্দ।
 
	
	ওর্নি্থোস্কেলিডা থাকটি ২৩.১৪ থেকে ২০ কোটি 
খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে দুটি ভাগে বিভাজিত হয়ে যায়।
	- 
ওর্নি্থিস্কিয়া (Ornithischia) 
	বর্গ: 
	
	আবির্ভাবকাল ২০ কোটি খ্রিষ্টপূর্বাব্দ। ৬.৬ কোটি খ্রিষ্টপূর্বাব্দে এই বর্গের 
সকল প্রজাতি বিলুপ্ত হয়ে গেছে।
 
	- 
	
থেরোপোডা (Theropoda) 
	বর্গ: 
	
	আবির্ভাবকাল ২৩.১৪ কোটি খ্রিষ্টপূর্বাব্দ। 
 
 
 
		
তথ্যসূত্র :