যোগকোষ
উত্তর ভারতীয়
সঙ্গীত পদ্ধতিতে ভৈরবী ঠাটের অন্তর্গত রাগ বিশেষ। যোগ এবং চন্দ্রকোষ রাগের সংমিশ্রণে এই রাগটি সৃষ্টি করেছিলেন পণ্ডিত জগন্নাথ বুয়া পুরোহিত। যোগ এবং চন্দ্রকোষের কোষ শব্দটির সমন্বয়ে রাগটির নামকতণ করা হয়েছিল। এই রাগের পূর্বাঙ্গে যোগ এবং উত্তরাঙ্গে চন্দ্রকোষের সঙ্গীতশৈলী ব্যবহৃত
হয়।
আরোহণ
:
সগ ম দ ন স
অবরোহণ
: র্স ণ দ প ম গ, ম, গ ম সজ্ঞ স
ঠাট
ভৈরবী
জাতি
:
ঔড়ব (ঋষভ পঞ্চম
বর্জিত)- ষাড়ব (ঋষভ বর্জিত)।
বাদীস্বর
: মধ্যম
সমবাদী স্বর
:
ষড়জ
ন্যাস: স, ম
সময়
:
রাত্রি তৃতীয় প্রহর ।
সুরশৈলী: পূর্বাঙ্গে স গ ম প ম, গ জ্ঞ স সুরশৈলীর দ্বারা চন্দ্রকোষের রূপ
ফুটে ওঠে। উত্তরাঙ্গে
ম দ ন র্স এর ব্যবহারে চন্দ্রকোষের রূপ প্রকাশিত
হয়। এই রাগে আরোহ অবরোহে শুদ্ধ নিষাদ ব্যবহৃত হলে, অনেক সময় অবরোহণে
কোমল নিষাদ ব্যবহার লক্ষ্য করা যায়।
স্বরালাপ: স গ ম সজ্ঞ স, স গ ম প ম, গ ম ন দ দ ন র্স, র্স গ র্স ন দ, প দ ণ প ম, ম
প ম গ ম জ্ঞ স, ম দ ন র্স, র্গ র্স ন দ, দ ণ দ প ম, গ ম প ম গ ম সজ্ঞ স