যোগ
উত্তর ভারতীয় সঙ্গীত পদ্ধতিতে খাম্বাজ ঠাটের অন্তর্গত রাগ বিশেষ। এই রাগে উভয় গান্ধার ব্যবহৃত হয়। সাধারণভাবে সজ্ঞস ব্যবহারে এই রোগে ধ্যনস্থ রূপ পাওয়া যায়। কখনো কখনো গ এবং জ্ঞ মীড় যুক্ত হয়ে থাকে। তবে তাতে মধ্যমের রেশ রেখে এই মীড়পাত করা হয়।  সাধারণত এই রাগে কোমল নিষাদ আম্দোলিত করে ব্যবহার করা হয়। তবে রাগ-রূপায়ণে কখনো কখনো শুদ্ধ নিষাদও ব্যবহার করা যায়।

আরোহণ :স গ ম প ণ র্স
অবরোহণ : র্স ণপম গ ম সজ্ঞস।
ঠাট : খাম্বাজ
    জাতি
: ঔড়ব- ঔড়ব (ঋষভ ধৈবত বর্জিত)।
   
বাদীস্বর : মধ্যম
   
সমবাদী স্বর : ষড়্‌জ
   
অঙ্গ :  পূর্বাঙ্গ প্রধান।
    পকড় : পণ্‌, সগম, সগ, স


তথ্যসূত্র:
উচ্চাঙ্গ ক্রিয়াত্মক সঙ্গীত। শক্তিপদ ভট্টাচার্য। ২২ সেপ্টেম্বর ১৯৮৭।