ঈগা
গ্রিক Αίγη>ইংরেজি Aega>
ল্যাটিন কবি হাইগিনাস-এর মতে ঈগা ছিলেন
হেফ্যাস্টাস-এর পুত্র ওলেনাসের কন্যা।  ঈগা এবং তার বোন হেলিস ক্রিট দ্বীপে শিশু জিউস -কে প্রতিপালন করেছিলেন। হাইগিনাস-এর প্রদেয় অন্যান্য প্রথাগত কাহিনি থেকে জানা যায়, ঈগা ছিলেন ক্রিটের রাজা মেলিসেয়াসের কন্যা। এবং এই কন্যার স্তন পান করেছিলেন জিউস। কিন্তু অধিকাংশ গ্রিক পৌরাণিক কাহিনি থেকে জানা যায় এ্যামালথিয়া'র দুধ খেয়ে  জিউস বড় হয়ে উঠেছিলেন। হাইগিনাস অন্যত্র বলেছেন জিউস-এর মিলিত হয়ে তিন একটি পুত্র প্রসব করেন। এই পুত্রের নাম ঈগিপ্যান

ঈগা সম্পর্কে অন্যান্য কিছু কাহিনি পাওয়া যায়। একটি মতে ঈগা ছিলেন হেলোয়াসের কন্যা। টাইটানদের সাথে অলিম্পাসের দেবতাদের যুদ্ধের সময় ইনি ভয়ে ক্রিট দ্বীপে চলে আসেন। এই সময় শিশু জিউসের সেবিকা হিসেব কাজ করেন। পরে জিউস তাঁকে নক্ষত্রলোকে স্থান করে দেন।


সূত্র