এ্যামাল্থিয়া
গ্রিক
Ἰώ।
ইংরেজি :
Ἀμάλθεια
।
গ্রিক পৌরাণিক ছাগল।
জিউস-এর জন্মের পর ধরিত্রী দেবী, জিউসকে ক্রিট দ্বীপে নিয়ে আসেন। পরে এ্যাড্রাস্টেইয়া ও আইও-এর হাতে জিউসকে অর্পণ করেন। এঁদের আদর যত্নে জিউস এই দ্বীপে বড় হয়ে উঠেছিলেন। এই দুই বোন এ্যামালথিয়া'এর ছাগলের দুধ ও বন থেকে সংগৃহীত মধু জিউসকে খাওয়াতেন। এই সময় জিউস-এর সাথে এ্যামেলথিয়ার অন্য একটি শাবক দুধ পান করতো। এই শাবকটির নাম ছিল প্যান। জিউস প্যানকে দুধভাই হিসাবে বিশেষ স্নেহ করতেন। জিউস পরবর্তী সময়ে এদের প্রত্যেকের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রদর্শন করেছেন।
সূত্র :
greek myth/Robert Graves, cassel & comoany, fourth edition 1995
http://en.wikipedia.org/wiki/Io_(mythology)