এ্যাম্ফিট্রায়োন
গ্রিক Άμφιτρύων>ইংরেজি
Amphitryon>।
গ্রিক পৌরাণিক চরিত্র বিশেষ। এঁর পিতা
আল্কায়েয়াস ছিলেন গ্রীক বীর
পার্সেয়ুস-এর পুত্র। প্রথমে
ইনি মাইসেনের শাসক ছিলেন, পরে আর্গসের রাজা হন।
মাইসেনের রাজা
ইলেক্ট্রাইয়োন (Electryon)
সকল পশু সম্পদ দখল করে নেন টেরেলাউস। ফলে উভয়ের মধ্যে যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধে
ইলেক্ট্রাইয়োনের ৮টি সন্তান নিহত হলে ইনি রাজ প্রতিনিধি হিসাবে তার ভাইয়ের ছেলে
হিসাবে এ্যাম্ফিট্রায়োন নিয়োগ করে যুদ্ধে যান। এই সময় ইলেক্ট্রাইয়োন ঘোষণা দেন
যে, যুদ্ধবিজয়ী হয়ে ফিরে এলে- তাঁর কন্যা
এ্যাল্ক্মেনের সাথে এ্যাম্ফিট্রায়োনের বিবাহ দেবেন।
এর কিছুদিন পর এলিসের রাজা এ্যাম্ফিট্রায়োনকে জানান যে, ইলেক্ট্রাইয়োনের সকল
পশু সম্পদ উদ্ধার করেছেন। এই পশুসম্পদ ফিরিয়ে দেবার পরিবর্তে এলিসের রাজা বিরাট
অংকের উদ্ধারপণ দাবী করেন। এর এ্যাম্ফিট্রায়োন এই শর্ত মেনে নিয়ে, পশুগুলিকে শনাক্ত
করার জন্য ইলেক্ট্রাইয়োনকে ডেকে পাঠান। ইলেক্ট্রাইয়োন যখন জানতে পারলেন যে,
এ্যাম্ফিট্রায়োন উদ্ধারপণ দিতে রাজী আছেন, তখন তিনি এ্যাম্ফিট্রায়োনের উপর অত্যন্ত
ক্ষুব্ধ হন। এই নিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হলে, এক সময় এ্যাম্ফিট্রায়োন রাজা
ইলেক্ট্রাইয়োনকে হত্যা করেন। এরপর তিনি মাইসেন দখল করে নেন, ইলেক্ট্রাইয়োনের চাচা
স্থেনেলাস (Sthenelus)।
ফলে এ্যাম্ফিত্রিয়ন এ্যাল্কমেনকে সাথে নিয়ে থিবিসে পালিয়ে যান। থিবিসের রাজা
ক্রেয়োন (Creon)
এ্যাম্ফিট্রায়োনকে বরণ করে নেন।
এই সময়ে
এ্যাল্ক্মেনের সাথে
এ্যাম্ফিত্রিয়নের বিবাহ হলেও, প্রথম দিকে উভয়ের মধ্যে কোন দৈহিক সম্পর্ক গড়ে
উঠেনি। কারণ, এ্যাল্ক্মেনে তাঁর ৮ ভাইয়ের হত্যার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত
দৈহিকভাবে এ্যাম্ফিট্রায়োনের সাথে মিলিত হবেন না, এমন প্রতিজ্ঞা করেছিলেন।
এ্যাম্ফিট্রায়োনের ধীরে ধীরে ক্রেয়নের সাহায্যে একটি সৈন্যদল গড়ে তুলেন। এই
সৈন্যদলের সাথে নিয়ে যুদ্ধ শুরু করেন। যুদ্ধ উপলক্ষে ইনি যখন রাজধানীর বাইরে ছিলেন,
এই সময়
এ্যাল্ক্মেনের রূপে মুগ্ধ হয়ে,
জিউস রাজা এ্যাম্ফিট্রায়োনের রূপ ধরে
রাজপ্রাসাদে প্রবেশ করেন এবং
এ্যাল্ক্মেনের সাথে মিলিত হন। এর ফলে
এ্যাল্ক্মেনে
গর্ভবতী হয়ে পড়েন। ওই রাত্রে এ্যাম্ফিট্রায়োন ফিরে এসে
এ্যাল্ক্মেনের সাথে মিলিত হলে,
এ্যাল্ক্মেনে পুনরায় গর্ভবতী হন। পরে উভয়ই
বিষয়টি বুঝতে পারেন। কিন্তু দেবতার সন্তান গর্ভে ধারনের কারণে,
এ্যাল্ক্মেনে গর্ব
অনুভব করে সন্তান নষ্ট করলেন না। অপরদিকে রাজাও দেবতার সন্তানকে ক্ষেত্রজ সন্তান
হিসাবে পাবেন বলে, এ্যাম্ফিট্রায়োন তাঁকে সন্তান ধারণ করার জন্য উৎসাহিত করলেন। এর
কিছুদিন পর
জিউস এক ভবিষ্যৎ বাণীতে ঘোষণা দেন যে, রানীর গর্ভস্থ তাঁর এই সন্তান
সমগ্র গ্রীসের অধিপতি হবেন।
এ্যাল্ক্মেনের
গর্ভে উভয় সন্তান পূর্ণতা লাভ করে। এদের ভিতরে জিউসের সন্তান
হেরাক্লেজ
নামে পরিচিত হন এবং
এ্যাম্ফিট্রায়োন সন্তান
ইফিক্লেজ
নামে পরিচিত হন।
তিনি
হেরাক্লেজকে যত্নের সাথে প্রতিপালন করেন এবং সর্ববিদ্যায় পারদর্শী করে তোলেন।
এই সময় রাজা এ্যাম্ফিট্রায়োন তাঁর রাজ্য পরিত্যাগ করে থীবস্ নামক দেশে আসেন। এই
রাজ্যের রাজা ক্রেয়ন এ্যাম্ফিট্রায়োনকে রাজ্য রক্ষার ভার দিয়েছিলেন। কিছুদিনের
মধ্যে এই রাজ্য বহিরাগতদের দ্বারা আক্রান্ত হলো এ্যাম্ফিট্রায়োন পরাজিত হন। এই সময়
হেরাক্লেজ এই যুদ্ধে পিতার পক্ষে অংশগ্রহণ করে জয়লাভ করেন। এতে রাজা ক্রেয়ন খুশি
হয়ে তাঁর কন্যা মেগারাকে
হেরাক্লেজের হাতে সমর্পণ করেন।
তথ্যসূত্র :
greek myth/Robert Graves, cassel & comoany, fourth edition 1995
edith
hamilton mythology/new american library