মস্কোর পুস্কিন যাদুঘরে রক্ষিত আর্তেমিস/ডায়না ছবি অনুসরণে ফ্রান্সিস বাউচার অঙ্কিত Jupiter and Callisto। |
ক্যালিস্টো
গ্রিক
Καλλιστώ
>ইংরেজি
Callisto
বা Kallisto
প্রখ্যাত প্রাচীন গ্রিক চারণকবি
হেসিওড-এর মতে―
ক্যালিস্টো আর্কেডিয়ার রাজা লাইকনের কন্যা। তাঁর ভাইয়ের নাম ছিল ঈনোট্রাস।
ইনি আর্তেমিস-এর সহচরী হিসেবে অন্যান্য পরীদের সাথে থাকতেন। উল্লেখ্য
আর্তেমিস-এর অন্যান্য সহচরীদের মতো, ক্যালিস্টোও কুমারী এবং সুন্দরী ছিলেন।
উল্লেখ্য গ্রিক kalliste
শব্দের অর্থ হলো―
অতি সুন্দর।
দেবরাজ
জিউস ক্যালিস্টোর প্রেমে
পড়েন এবং
আর্তেমিস-এর ছদ্মবেশে ক্যালিস্টোর কাছে আসেন এবং সুযোগ বুঝে
জিউস তাঁকে ধর্ষণ করেন। এর
ফলে ক্যালিস্টো গর্ভবতী হয়ে পড়েন। যথা সময়ে ইনি একটি পুত্র সন্তান প্রসব করেন। এই
সন্তানের নাম রাখা হয় আর্কাস।
এতে
আর্তেমিস
অত্যন্ত ক্ষুব্ধ হয়ে ক্যালিস্টোকে ভালুকে রূপান্তরিত করেন। এরপর
জিউস ক্যালিস্টো ও তার পুত্রকে স্বর্গে উঠিয়ে নেন। এরপর আকাশে ক্যালিস্টোকে
সপ্তর্ষিমণ্ডল
এবং আর্কাসকে স্বাতী নক্ষত্রে পরিণত হন।
তথ্যসূত্র :
greek myth/Robert Graves, cassel & comoany, fourth edition 1995
edith
hamilton mythology/new american library
http://en.wikipedia.org/wiki/Callisto_the_Greek_myth