ফরাসি চিত্রশিল্পী Gustave Doré
কর্তৃক অঙ্কিত ছবি

এ্যান্ড্রোমিডা (গ্রিক পৌরাণিক চরিত্র)
গ্রীক পৌরাণিক চরিত্র।
ি Aνδρομέδη (Andromédē)>ইংরেজি Andromeda>বাংলা এ্যান্ড্রোমিডা বা অ্যান্ড্রোমিডা।
ঊর্ধ্বক্রমবাচকতা { | পৌরাণিক সত্তা | কাল্পনিকসত্তা | কল্পনা | সৃজনশীলতা | দক্ষতা | জ্ঞান | মনস্তাত্ত্বিক বিষয় | বিমূর্তন | বিমূর্ত-সত্ত | সত্তা |}


ইথিপিয়ার রাজা
সেফেয়ুস -এর ঔরসে রানি ক্যাসিওপিয়া-র গর্ভে ইনি জন্মগ্রহণ করেন। ইনি অত্যন্ত সুদর্শনা ছিলেন। এই কারণে তাঁর মা ক্যাসিওপিয়া অহঙ্কার করে বলতেন- তিনি এবং তাঁর কন্যা নেরেইডদের (জলপরী) চেয়ে সুন্দরী। এই মন্তব্যে অসন্তুষ্ট হয়ে নেরেইদরা সমুদ্রদেবতা পোসাইডোনের  কাছে নালিশ করেন। এরপর  ফলে পোসাইডন এদের শাস্তি দেওয়ার জন্য সমুদ্র থেকে একটি জলোচ্ছ্বাস সৃষ্টি করেন এবং সেটুস (Cetus) নামক সমুদ্র-দানবকে প্রেরণ করেন। ফলে জলচ্ছ্বাসে সিফিসাসের রাজ্যের উপকুলভাগ প্লাবিত হয় এবং একই সাথে সমুদ্র-দানবের অত্যাচারে স্থানীয় বাসিন্দারা অতীষ্ট হয়ে উঠে। রাজা সেফেয়ুস-এর প্রতিকারের উপায় জানার জন্য এ্যাপোলোর মন্দিরে যান। সেখানে তিনি দৈববাণীতে জানতে পারেন যে- তাঁকে (এ্যান্ড্রোমিডা) দানবীর উদ্দেশ্যে উৎসর্গ করলে এই দুর্বিপাক থেকে রক্ষা পাওয়া যাবে। এরপর রাজা তাঁকে নগ্নাবস্থায় পাথরের সাথে শৃঙ্খলিত করে দানবীর উদ্দেশ্যে রেখে যান।


এদিকে গ্রিক বীর পার্সেয়ুস তাঁর অভিযান শেষ করে যখন আকাশ পথে দেশে ফিরছিলেন। সেফেয়ুস-এর রাজ্যে এসে এই বিষয় প্রত্যক্ষ করে তিনি এ্যান্ড্রোমিডাকে উদ্ধার করার জন্য এগিয়ে যান। পার্সিয়ুস প্রথমে তরবারী দিয়ে শৃঙ্খল কেটে এ্যান্ড্রোমিডাকে মুক্ত করলেন এবং দানবের মুখোমুখি হওয়ার জন্য অপেক্ষা করতে লাগলেন। যথাসময়ে দানবটি সমুদ্রের ভিতর থেকে উঠে এলে, পার্সিয়ুস সদ্য কেটে আনা মেডুসার মাথা জলজ আগাছার ভিতর লুকিয়ে রেখে, তরবারীর আঘাতে দানবীকে হত্যা করলেন।

এরপর
পার্সেয়ুস এ্যান্ড্রোমিডাকে বিবাহ করে আর্গোসে ফিরে আসেন। দাম্পত্য জীবনে তিনি সাতটি পুত্র এবং দুটি কন্যা সন্তান লাভ করেন। পুত্র সন্তানদের নাম ছিল পার্সেদেস (Perseides), পার্সেস (Perses), আল্কায়েয়ুস (Alcaeus), হেলেয়ুস (Heleus), মেস্টর (Mestor), স্থেমেলাস (Sthenelus) এবং ইলেক্ট্রাইন (Electryon)। দুই কন্যার নাম ছিল- অটোক্‌থো (Electryon) এবং গোর্গোফোনে (Eurystheus)।

মৃত্যুর পর এথেনা উত্তর আকাশে অবস্থিত পার্সেয়ুস এবং
ক্যাসিওপিয়া'র নিকটবর্তী অংশে- এ্যান্ড্রোমিডাকে নক্ষত্রমণ্ডল হিসাবে আকাশে স্থাপন করেন।


 

তথ্যসূত্র :
greek myth/Robert Graves, cassel & comoany, fourth edition 1995

edith hamilton mythology/new american library
http://www.fanpop.com/spots/greek-mythology/images/2887645/title/andromeda-photo