এ্যান্ড্রোমিডা
(অ্যান্ড্রোমিডা), গ্যালাক্সি।
ঊর্ধ্বক্রমবাচকতা
{
|
নক্ষত্রমণ্ডল |
প্রাকৃতিক লক্ষ্যবস্তু
|
সমগ্র |
দৈহিক লক্ষ্যবস্তু
|
দৈহিক
সত্তা
|
সত্তা
|}
ইংরেজি: Andromeda Galaxy
।
এর অন্যান্য নাম-
Messier 31, M31, or NGC 224।
মহাকাশের
অসংখ্য
গ্যালাক্সির একটি।
এটি
ছায়াপথ নামক গ্যালাক্সির
নিকটবর্তী। বিজ্ঞানীদের ধারণা প্রায় ৮৫০ কোটি বৎসর পরে ছায়াপথ
( Milky Way)
এবং এ্যান্ড্রোমিডা গ্যালাক্সি একত্রিত হয়ে একটি নতুন গ্যালাক্সির সৃষ্টি করবে।
বিজ্ঞানীরা এই গ্যালাক্সির আগাম নাম করেছেন মিল্কোমেডিয়া
(milkomeda galaxy)। উভয় গ্যালাক্সি
প্রতি সেকেণ্ডে প্রায় ১০০ থেকে ১৪০ কিলোমিটার বেগে পরস্পরের দিকে অগ্রসর হচ্ছে।
গ্রিক পৌরাণিক কাহিনীর রাজকুমারী এ্যান্ড্রোমিডার নামানুসারে ইউরোপের প্রাচীন জ্যোতির্বিজ্ঞানে এ্যান্ড্রোমিডা নক্ষত্রমণ্ডলের নামকরণ করা হয়েছিল। পরে এই নক্ষত্রমণ্ডলের নাম থেকেই এই গ্যালাক্সির নামকরণ করা হয়েছে।
এই গ্যালাক্সিটি দেখা যায়
এ্যান্ড্রোমিডা নক্ষত্রমণ্ডলে।
বিষুবাংশ (RA)
:
০০ ঘ
৪২.৭ মি
বিষুবলম্ব (Dec)
: +৪১০১৬ মি
এটি একটি কুণ্ডলিত গ্যালাক্সি
(sb)।
এই গ্যালাক্সিটি ছায়াপথ-এর সাথে মাধ্যাকর্ষণ শক্তি দ্বারা আবদ্ধ। এই কারণে উভয়
গ্যালাক্সিকে একটি
স্থানীয় দল
(Local
Group)
-এর
অংশ হিসাবে বিবেচনা করা হয়। উল্লেখ্য এই স্থানীয় দলে আছে ছায়াপথ, এ্যান্ড্রোমিডা এবং আরও প্রায় ৩০টি
ছোটোবড় গ্যালাক্সি।
এর ভিতরে আকারের
বিচারে এ্যান্ড্রোমিডা সবচেয়ে বড়। পৃথিবী থেকে
এ্যান্ড্রোমিডার দূরত্ব প্রায় ২,৫০,০০,০০০ আলোকবর্ষ। এর ভর সৌর ভরের বিচারে ৭.১×১০১১।
এর আপাত ঔজ্জ্বল্য ৩.৪। এর ব্যাস প্রায় ২২০,০০০ আলোকবর্ষ।
ছায়াপথের
বিচারে এ্যাণ্ড্রোমিডা অনেক বড়, কিন্তু ভর ছায়াপথের চেয়ে কম।
সম্ভবত এই গ্যালাক্সির কেন্দ্রে কোনো অতি শক্তিশালী কৃষ্ণগহ্বর রয়েছে।
তথ্যসূত্র :