ড্যানে
গ্রিক
Δανάη>ইংরেজি Danaë >বাংলা ড্যানে।

জিয়ুসের আগমনে স্বর্ণবৃষ্টি

গ্রিকক পৌরাণিক চরিত্র। আর্গসের রাজা এ্যাক্রিসিয়াস (Acrisius) ঔরসে রাণী ইউরিডাইস (Eurydice) -এর গর্ভে ইনি জন্মগ্রহণ করেন। ড্যানের জন্মগ্রহণের পর, এ্যাক্রিসিয়ুস পুত্র সন্তান লাভ করতে পারবেন কিনা তা জানার জন্য ডেলফির মন্দিরে যান। মন্দিরের ভবিষ্যৎবাণী থেকে জানতে পারেন যে, 'তাঁর কোন পুত্র সন্তান হবে না। তবে তাঁর কন্যার একটি পুত্র সন্তান জন্মাবে এবং উক্ত সন্তানের হাতে তাঁর মৃত্যু হবে। এই দৈববাণী শোনার পর, রাজা প্রথমে কন্যাকে হত্যা করার চিন্তা করেন, কিন্তু অপত্য স্নেহে তা পারলেন না। এই কারণে ড্যানে যাতে কোন পুরুষ সংসর্গে আসতে না পারে, তার জন্য তিনি ড্যানেকে একটি ভূগর্ভস্থ কক্ষে বন্দী করে রাখলেন এবং দ্বার রক্ষার জন্য কিছু হিংস্র কুকুর নিয়োজিত করলেন।

ড্যানে এইভাবে কিছুদিন বন্দী থাকার পর, একদিন দেবরাজ
জিউস গোপনে ড্যানের কক্ষে প্রবেশ করেন। জিউসের আগমনে এই কক্ষে প্রথমে স্বর্ণবৃষ্টি হয়, পরে জিউস স্বমূর্তিতে প্রকাশিত হন। এরপর জিউস-এর সাথে ড্যনের দৈহিক মিলনের পর- ড্যানে গর্ভবতী হয়ে পড়েন এবং যথা সময়ে ড্যানে একটি পুত্র সন্তান প্রসব করেন। এই পুত্র সন্তানটিই হলো পার্সেয়ুস

এ্যাক্রিসিয়ুস এই সংবাদ জেনে অত্যন্ত আশ্চর্য হয়ে গেলেন। পরে ড্যানের কাছ জানতে পারেন যে, এই সন্তানের পিতার নাম জিউস। তিনি প্রথমে তিনি এ কথা বিশ্বাস করলেন না। ইনি ভাবলেন তাঁর ভাই প্রোয়েটুসর সাথে মিলনের ফলে এই সন্তানের জন্ম হয়েছে। এরপরেও এ্যাক্রিসিয়ুস ড্যানে বা তাঁর পুত্রকে হত্যা করতে পারলেন না। কিন্তু তার পরিবর্তে একটি কাঠের সিন্দুকে ভরে ড্যানে ও তার সন্তানকে সমুদ্রে ভাসিয়ে দিলেন।

http://www.johnwilliamwaterhouse.com/articles/danae-in-colour/

এই সময় জিউসের অনুরোধে সমুদ্র দেবতা পোসেইডোন সমুদ্রকে শান্ত রাখেন। এই সিন্দুকটি ভাসতে ভাসতে সেরিফোস (Seriphos) নামক দ্বীপে পৌঁছে। এই সিন্দুকটি প্রথম দেখতে পান, উক্ত দ্বীপের রাজা পলিডেক্টসের (Polydectes) ভাই ডিক্টিস (Dictys)। ইনি এই সিন্দুকের ডালা খুলে ড্যানে ও পার্সেয়ুসকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। ডিক্টিস এবং তাঁর স্ত্রী ছিলেন নিঃসন্তান। এঁরা পার্সেয়ুসকে অপত্য স্নেহে লালন-পালন করতে লাগলেন। সেই সাথে ড্যানেকেও উভয়ই নিজের বোনের মতো করে কাছে টেনে নিলেন। এই বাড়িতে পার্সেয়ুস বড় হয়ে উঠেন এবং ডিক্টিসের ব্যবসায়ে সাহায্য করতে থাকেন।

পলিডেক্টিস ছিলেন অত্যন্ত নির্দয় ও নারীলোলুপ। ইনি যখন ড্যানেকে দেখলেন, তখন তাঁকে বিবাহ করার জন্য প্রস্তাব দিলেন। কিন্তু
পার্সেয়ুসকে সন্তান হিসাবে গ্রহণ করতে পারবেন না বলে ঘোষণা দিলেন। এদিকে পার্সেয়ুসও এই কারণে পলিডেক্টিসকে ঘৃণা করা শুরু করেন এবং তাঁর মায়ের সাথে এই বিয়ে হোক তা চাইতেন না।

পলিডেক্টিস ড্যানেকে বিয়ে করতে ব্যর্থ হয়ে ভাবলেন, এই বিবাহের একমাত্র প্রতিবন্ধকতা হলো-
পার্সেয়ুস। তাই তিনি পার্সেয়ুসকে অন্যত্র সরিয়ে দেবার চেষ্টা করলেন। এ জন্য পলিডেক্টিস একটি কৌশল অবলম্বন করলেন। তিনি পার্সেয়ুসকে ডেকে বললেন যে, তিনি ওয়েনোমায়ুস (Oenomaus)-এর কন্যা হিপ্পোডামিয়া (Hippodamia) বিয়ে করতে চান। কিন্তু ওয়েনোমায়ুস অত্যন্ত ধনী, সে কারণে বিয়ের প্রস্তাব পাঠানোর মতো যথেষ্ঠ সম্পদ তাঁর নেই। সুতরাং পার্সিউস যদি তাঁকে একটি ঘোড়া সংগ্রহ করে দিতে পারে, তা হলে বড় সুবিধা হয়।

উত্তরে
পার্সেয়ুস বলেন যে, ঘোড়া সংগ্রহ করে দেওয়ার মতো তার কোনো অর্থ বা সামর্থ নেই। তবে সে যদি তাঁর মায়ের পরিবর্তে  হিপ্পোডামিয়াকে বিবাহ করে, তবে তিনি এর জন্য প্রয়োজন হলে মেডুসার মাথাও এনে দিতে পারেন। পার্সেয়ুসের এই প্রস্তাব শুনে পলিডেক্টিস অত্যন্ত উৎসাহিত হয়ে উঠেন। তিনি মেডুসার মাথা এনে দেওয়ার জন্য পার্সেয়ুসকে উৎসাহ দিতে থাকেন এবং বলেন যে, এই মাথা এনে দিলে তিনি ড্যানেকে বিবাহ করবেন না।

এরপর
পার্সেয়ুস মেডুসার মাথা সংগ্রহের জন্য বেরিয়ে পড়লে, ড্যানেকে দাসীবৃত্তি করতে বাধ্য করান এবং বিবাহে সম্মতি পাওয়ার জন্য তাঁকে বিভিন্নভাবে উত্যক্ত করতে থাকেন। ফলে শেষ পর্যন্ত ড্যানে এথেনা'র মন্দিরে আশ্রয় নেন। দেশে ফিরে পার্সেয়ুস এসব জানতে পেরে প্রথমে ইনি পলিডেক্টিসের প্রাসাদে গিয়ে হাজির হন। মেডুসার মাথা আনতে গিয়ে কেউ স্বশরীরে ফিরে আসতে পারে, এ কথা পলিডেক্টিস বিশ্বাস করতে পারলেন না। তখন তিনি পার্সেয়ুসর কাছে প্রমাণ স্বরূপ মেডুসার মাথা দেখতে চাইলেন। তখন পার্সিয়ুস পলিডেক্টিসের সামনে মেডুসার মাথা তুলে ধরলেন। ফলে সভাসদের যাঁরা এই মাথার দিকে তাকালেন, তাঁরা সবাই পাথরে পরিণত হলেন। এরপর পার্সেয়ুস উক্ত রাজ্যের রাজা হিসাবে প্রতিষ্ঠিত হন এবং  ড্যানেকে নিজ রাজ্যে ফিরিয়ে আনেন।


তথ্যসূত্র :
greek myth
/Robert Graves, cassel & comoany, fourth edition 1995
edith hamilton mythology/new american library