জুপিটর
রোমান পৌরাণিকি কাহিনি মতে, দেবতাদের রাজা। এই দেবতা স্বর্গে থাকেন। এর সমতুল্য গ্রিক দেবতা জিউস। এর অপর দুই ভাইয়ের নাম প্লুটো ও নেপচুন। এর পিতার নাম স্যাটার্ন। জুপিটারের নেতৃত্বে তাঁর সকল ভাই পিতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। এই যুদ্ধে স্যাটার্ন পরাজিত হলে, জুপিটর স্বর্গের রাজা হন। এর কাহিনি জিউস-এর অনুরূপ, তাই এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হলো না।
এই দেবতার নামানুসারে সৌরজগতের একটি গ্রহের নাম
রাখা হয়েছে জুপিটর (বৃহস্পতি)।
দেখুন :
বৃহস্পতি [জ্যোতির্বিজ্ঞান]